বাড়িতে ৯ মাসের শিশু, ফের মা হচ্ছেন! স্টেজে গানও গাইলেন অন্তঃসত্ত্বা রিহানা…
গত বছরই প্রথম এসেছিল মার্কিন গায়িকা রিহানা। বাবা হয়েছেন তাঁর বয়ফ্রেন্ড এস্যাপ রকি। বছর ঘুরতে না ঘুরতেই ফের সুখবর। ফের মা হতে চলেছেন এই মার্কিন পপ গায়িকা। এ জল্পনা বেশকিছুদিন ধরেই চলছিল। এবার সামনে এল দ্বিতীয়বার মা হতে চলা রিহানার বেবি বাম্পের ছবি। এই খবর ইতিমধ্যেই রবিন রিহানা ফেন্টিকে নিয়ে চর্চা শুরু করেছেন অনুরাগীরা। সুপার বোল হাফটাইম শোয়ে পারফর্ম করার সময় স্পষ্ট দেখা গিয়েছে রিহানার বেবি বাম্প। অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রায় ১৩ মিনিট পারফর্ম করেন রিহানা।
ব্যাগি লাল জাম্পস্যুটের নিচে তার পরা টাইট পোশাকে যে বেবি বাম্পটি স্পষ্ট বোঝা গিয়েছে। এর আগে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই গায়িকা বলেন, তিনি আদৌ পারফর্ম করবেন কিনা তা নিয়ে বেশ সংশয়ে ছিলেন। তাঁর কথায়, ‘আমি এখন গর্ভাবস্থার তিন মাসে আমার এতবড় পদক্ষেপ করা আদৌ ঠিক হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে ছিলাম। ভয় লাগছিল, এই সিদ্ধন্ত নেওয়ার জন্য পরে অনুতপ্ত হতে হবে না তো?’
রিহানার কথায়, ‘আপনি যখন মা হতে যাচ্ছেন, তখন শারীরিক ও মানসিকভাবে এমন কিছু ঘটে যেখানে আপনার মনে হবে নিজের মধ্যে এখন গোটা একটা বিশ্ব রয়েছে। এবার মঞ্চে পারফর্ম করতে গিয়ে যতটা ভয় করেছে, তা গত ৭ বছরে কখনও করেন, তবে এই চ্যালেঞ্জেও আনন্দ রয়েছে।’ রিহানা জানিয়েছেন, এই অবস্থায় যে গানগুলিতে পারফর্ম করা যাবে, তেমন গানই বেছে নিয়েছিলাম।
প্রসঙ্গত ৩৪ বছরের রিহানা মাত্র ৯ মাসেই একটি পুত্র সন্তান রয়েছে। খ্য়াতনাা রিহানা আসলে বার্বাডোজের মেয়ে। তাঁর প্রেমিক রাকিম অ্যাথলেটসন মায়ার্স ওরফে অ্যাসাপ। নিউইয়র্কে জন্মালেও অ্যাসাপের শিকড়ও আসলে বার্বাডোজের। ২০২০ থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। গত বছর ২২ মে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন রিহানা। মার্কিন গায়িকার মা হতে চলার খবরে তাঁর ভারতীয় অনুরাগীরা হিন্দি টেলি তারকা গুরমিত ও দেবিনার দ্বিতীয়বার মা-বাবা হওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন।
For all the latest entertainment News Click Here