‘বাড়িতে চুমু খাও’, সুদীপকে কিস করার ছবি সোশ্যালে দিয়ে ট্রোলড পৃথা, দিলেন জবাবও!
টলিউডে বেশ জনপ্রিয় সুদীপ আর পৃথার জুটি। বিশেষ করে যবে থেকে তাঁরা ভাগ নিয়েছেন স্টার জলসার কাপল রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে। দর্শকদের কাছে ‘শ্রীময়ী’র অনিন্দ্য হিসেবেই বেশি জনপ্রিয় সুদীপ। যদিও এখন তাঁকে দেখা যাচ্ছে ‘গুড্ডি’ ধারাবাহিকে। বরের জন্মদিনে বেশ ভালোবাসামাখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পৃথা। আর তা নিয়েই হয় ট্রোলিং।
পৃথার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সুদীপের ঠোঁটে ঠোঁট রেখেছেন তিনি। গভীর আবেশে বুজে এসেছে দুজনের চোখই। আর ক্যাপশনে লিখেছেন, ‘এই দিনটা আমার সবচেয়ে প্রিয় কারণ এদিন তুমি জন্মেছ। হ্যাপি বার্থ ডে হ্যান্ডসাম। আমি ভালোবাসি তোমায়।’ আরও পড়ুন: আঁটোসাঁটো পোশাকের কারণে বিপাকে, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটছেন কিম কর্দাশিয়ান
সোশ্যাল মিডিয়ায় একজন ট্রোল করে লিখলেন, ‘বাড়িতে চুমু খেতে পারতেন। বয়স তো কম হল না!’ আর জবাবে পৃথা লিখেছেন, ‘বিশ্বাস করুন এটা আমার বাড়ি।’ সঙ্গে হাসির ইমোজি। এর আগেও ঘনিষ্ঠ ছবি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন দম্পতি। বয়সের ফারাকের কারণেও নানা কথা ওঠে। সুদীপের থেকে ২৪ বছরের ছোট পৃথা। এর আগেও অন্য একজনের সঙ্গে ঘর বেঁধেছিলেন। তবে সেটা টেকেনি। এরপর আলাপ হয় দুজনার। ফেসবুকের মাধ্যমে পরিচয়। ওডিসি নৃত্যশিল্পীর পৃথা। এটা তাঁর প্রথম বিয়ে। আরও পড়ুন: কেমন প্রেম হত পুজোয়? ‘লাজুক’ অঙ্কুশ ফাঁস করলেন পুরনো কথা
ইস্মার্ট জোড়িতে বয়সের ফারাক নিয়ে মন্তব্য করেছিলেন পৃথা। জানিয়েছিলেন, তিনি মনের মানুষকে কোনও অল্প বয়সী পুরুষের মধ্যে খুঁজে পাননি। অনেকেই দাবি করে টাকার জন্য এই বিয়ে। তাতে পৃথার স্পষ্ট জবাব, ‘সুদীপের টাকা থাকলেও, আমি টাকার জন্য বিয়ে করিনি।’ তিনি এটাও জানান যে সুদীপের প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুর মতো। তিনি এই বিষয়ে খুব ‘কুল’।
সে যাই হোক, হেসে-খেলে ৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সুদীপ-পৃথা। তাঁদের দুই পুত্র, ঋদ্ধি আর বালি। টেলিভিশনের পর্দার আদর্শ স্বামী না হলেও বাস্তবে কিন্তু ‘পত্নীনিষ্ঠ ভদ্রলোক’ সুদীপ মুখোপাধ্যায়
For all the latest entertainment News Click Here