বাড়িতেই মিমির হাতে লাগে এরকম মারাত্মক চোট! বিস্তারে জানাল নায়িকার টিম
শিয়রে সংক্রান্তি কথাতেই আছে। আর সংক্রান্তির রাতেই আঙুলে চোট পান অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। নিজের ইনস্টাস্টোরিতে আগেই সেকথা শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। একটি ছোট ভিডিয়ো দিয়েছিলেন যাতে দেখা গিয়েছিল, ঘরের সাদা মেঝেতে পড়ে চাপ চাপ রক্ত। বরফ ভর্তি সাদা বাটিও লাল হয়ে গিয়েছে। আর হাতের আঙুল থেকেও গলগল করে রক্ত বের হচ্ছে। ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আর এটা ঘটে গেল…. চিয়ার্স।’
এরপর ইনস্টাগ্রামের ওয়ালে আর্ম স্লিং পরা অবস্থায় নিজের একটি ছবিও দিলেন। সঙ্গে আঙুলে যে সেলাই পরেছে সেটার ছবি। আরেকটা ছবিতে দেখা গেল একটা কাপের মধ্যে ৭টি ওষুধ রাখা। অর্থাৎ সেরে উঠতে এগুলি খেতে হচ্ছে এখন। এবারে ক্যাপশনে লেখেন, ‘তুমি যেরকম ভেবে চাও কিছু দিন মোটেও সেরকম যায় না।’ তবে কী করে এই চোট লেগেছে তা নিয়ে কিছুই জানাননি মিমি।
অভিনেত্রীর ছবিতে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুরা। কমেন্ট করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, নুসরত জাহান, পার্নো মিত্র, বিক্রম চট্টোপাধ্যায়, দর্শণা বণিক, মৌনি রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
মিমির প্রাক্তন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী লিখলেন, ‘দ্রুত সেরে ওঠো তুমি’। জবাবে মিমি লিখলেন, ‘থ্যাঙ্ক ইউ’। মিমির বোনুয়া নুসরত লিখেছেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি’। তৃণমূলেরই আরেক সদস্য অভিনেত্রী সায়ন্তিকা লিখলেন, ‘আহারে! তাড়াতাড়ি ঠিক হয়ে যাও মেয়ে।’ পার্নো লিখলেন, ‘অঅঅঅ পুয়োর বেবি!’ আরও পড়ুন: রাজকে নিয়ে ঝগড়া অতীত! মিমির আঙুলে সেলাই পড়তেই, কমেন্ট শুভশ্রীর, কী লিখলেন?
কীভাবে চোট লাগল মিমির?
অভিনেত্রীর ছবি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল কোনও ধারালো জিনিসে কেটে গেছে হাত। মিমির টিমের পক্ষ থেকে এই সময়কে জানানো হয়েছে শ্যুট করতে গিয়ে চোট পাননি তিনি। প্লেট ভেঙে সেটা অভিনেত্রীর হাতে ঢুকে যায়। আর তার ফলে এই অবস্থা। সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরনাপন্ন হয়েছিলেন। আপাতত বিশ্রামেই আছেন। আর আগের চেয়ে অনেকটা ভালো।
কাজের সূত্রে, মিমিকে শেষ দেখা গিয়েছে মিনি সিনেমায়। সদ্য শেষ করেছেন রক্তবীজের কাজ। সঙ্গে সমান্তরালভাবে সামলাচ্ছেন রাজনীতির ময়দানের সব দায়িত্বও। আপাতত অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভালোবাসার মানুষ ও অনুরাগীরা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here