বাজে বোলিং, শর্ট বলে হামাগুড়ি- PBKS ম্যাচের এই ৪ ভুল না শুধরোলে দুঃখ আছে KKR-র
হার দিয়ে আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সাত রানে হারের মুখে পড়তে হয়। আজ মোহালিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯১ রান তোলে পঞ্জাব। জবাবে ১৬ ওভারে কেকেআরের স্কোর যখন সাত উইকেটে ১৪৬ রান ছিল, তখন বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে যায়। তারপর আর ম্যাচ শুরু করা হয়নি।
পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের স্কোরকার্ড
- প্রভসিমরন সিং: ১২ বলে ২৩ রান।
- শিখর ধাওয়ান: ২৯ বলে ৪০ রান।
- ভানুকা রাজাপক্ষে: ৩২ বলে ৫০ রান।
- উমেশ যাদব: চার ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট।
- টিম সাউদি: চার ওভারে ৫৪ রান দিয়ে দুই উইকেট।
- সুনীল নারিন: চার ওভারে এক উইকেট নেন। খরচ করেন ৪০ রান।
- বরুণ চক্রবর্তী: চার ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট।
- শার্দুল ঠাকুর: চার ওভারে ৪৩ রান।
- মনদীপ সিং: চাল বলে দু’রান।
- রহমনুল্লাহ গুরবাজ: ১৬ বলে ২২ রান।
- অনুকূল রায়: পাঁচ বলে চার রান।
- বেঙ্কটেশ আইয়ার: ২৮ বলে ৩৪ রান।
- নীতীশ রানা: ১৭ বলে ২৪ রান।
- রিঙ্কু সিং: চার বলে চার রান।
- আন্দ্রে রাসেল: ১৯ বলে ৩৫ রান।
- আর্শদীপ সিং: তিন ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট।
জঘন্য বোলিং কেকেআরের
কেকেআরের বোলিংয়ের হাল যে কতটা খারাপ, তা প্রথম ম্যাচেই বোঝা গেল। যে পিচে শর্ট বলে পরপর উইকেট তুলে গেলেন পঞ্জাবের বোলাররা, সেখানে কেকেআর বোলাররা একটিও শর্ট বল করেছেন কিনা, সেটা ভাবতে গিয়ে রীতিমতো মাথা ঠুকতে হচ্ছে। লাগাতার মারার জায়গায় বল রেখে গেলেন তাঁরা।
বরুণ চক্রবর্তী, উমেশ যাদব কিছুটা বলার মতো বল করেন। টিম সাউদি, শার্দুল ঠাকুর, সুনীল নারিনদের রীতিমতো হতাশাজনক দিন কাটে। কেকেআর যদি অবিলম্বে বোলিং না শুধরোয়, তাহলে কপালে আরও দুঃখ আছে। কারণ পঞ্জাবের ব্যাটিং লাইন-আপের থেকে ঢের ভালো ব্যাটারদের বল করতে হবে নাইটদের।
নড়বড়ে অধিনায়কত্ব রানার
আইপিএলের প্রথম ম্যাচে অধিনায়কত্বে একেবারে দাগ কাটতে পারলেন না নীতীশ রানা। সাউদি, শার্দুল, নারিনরা মার খেলেও আন্দ্রে রাসেল, অনুকূল রায়ের হাতে বল দিলেন না। তাঁর হাতে যে কোনও ‘প্ল্যান বি’ নেই, তা আজ বোঝা গেল। ভানুকা রাজাপক্ষে এবং শিখর ধাওয়ানরা মাঠের একটা দিকে কার্যত কোনও শট মারেননি।
আরও পড়ুন: KKR vs PBKS Impact Player: IPL-র শুরুতে নিয়মই বুঝতে পারল না KKR ও PBKS? বড় ভুল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-কে নিয়ে
কিন্তু সেই বিষয়টা কাজে লাগালেন না রানা। হোমওয়ার্কে যে ঘাটতি ছিল, সেটা পঞ্জাবেব ব্যাটিংয়ের সময় বোঝা যায়। সার্বিকভাবে প্রথম ম্যাচে তাঁর অধিনায়কত্বের যে বহর দেখা গেল, সেরকম আগামিদিনেও চললে কেকেআরের কপালে দুর্ভোগ লেখা আছে।
শর্ট বলের ‘রোগ’
মোহালির যেমন পিচ হয়, সেরকম ছিল না। ঢিমেগতির পিচই ছিল। তারপরও শর্ট বলের সামনে হামাগুড়ি খেলেন কেকেআরের ব্যাটাররা। মনদীপ সিং, অনুকূল রায়রা মামুলি শর্ট বলের সামনে দাঁড়াতেই পারলেন না। সহজ ক্যাচ না ফস্কালে আন্দ্রে রাসেলও শর্ট বলে আউট হয়ে যাচ্ছিলেন। একমাত্র বেঙ্কটেশ আইয়ার যে শর্ট বলে আউট হন, সেটা দুর্ভাগ্যজনক আউট বলা যেতে পারে।
আরও পড়ুন: IPL 2023: KKR বোলারদের নিয়ে ছেলেখেলা করল PBKS, তবু ১ উইকেট নিয়েই বড় নজির উমেশের
সেই পরিস্থিতিতে আগামিদিনে যদি কেকেআর ব্যাটাররা সেই ‘রোগ’ সারাতে না পারেন, তাহলে বড় বিপদ অপেক্ষা করছে। বিপক্ষের বোলাররা শর্ট বল করবেন (সেটা প্রবল গতিতে আসবে)। আর কেকেআরের টপ অর্ডার, মিডল অর্ডার হামাগুড়ি দেবে। সেটার ফল যা হওয়ার তাই হবে – হারের মুখে পড়তে হবে।
জেতানোর দায়িত্ব শুধু রাসেলদের নয়
কেকেআরকে যে জেতানোর দায়িত্ব শুধু রাসেলের নয়, সেটা সম্ভবত কেকেআর খেলোয়াড়দের বুঝতে হবে। নিজেদেরও দায়িত্ব নিতে হবে কেকেআরের বাকি ব্যাটারদের। আজ রাসেল যখন ক্রিজে নামেন, তখন রিকোয়ার্ড রানরেট ১১ পেরিয়ে গিয়েছিল। ফলে প্রথম বল থেকেই রাসেলকে মারতে হবে, এমন পরিস্থিতি তৈরি হয়। কিন্তু প্রতিদিন যে ঝড় উঠবে, সেটা মোটেও নয়। ফলে রান তাড়া করতে নেমে কেকেআরের বাকি ব্যাটারদের একটা নিদেনপক্ষে মঞ্চ প্রস্তুত করতে হবে রাসেলের জন্য।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here