বাজেট নেই, তাই বিজনেস ক্লাসের টিকিট কেটে মুম্বই থেকে মিঠুনদাকে আনতে পারিনি: দেব
উপলক্ষ্য নন্দনে ‘প্রজাপতি’র প্রথম পোস্টার লঞ্চ। ‘টনিক’ পরিচালক অভিজিৎ সেনের এই ছবির প্রধান আকর্ষণ দেব-মিঠুন যুগলবন্দি। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বাংলা ছবির পর্দায় ফিরছেন মিঠুন। পোস্টার লঞ্চের মঞ্চে সকলে হাজির থাকলেও দেখা মিলল না মিঠুনদা-র। ছবিতে মিঠুনের ছেলের ভূমিকায় রয়েছেন দেব। পোস্টারেও বাবা-ছেলের বন্ধনের মিষ্টি ঝলক উঠে এসেছে। পুরোদস্তুর পারিবারিক ছবি হতে চলেছে দেবের ক্রিসমাস রিলিজ সেটা বেশ স্পষ্ট। ছবিতে দেবের নায়িকা ‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য।
প্রজাপতির পাখনায় যেমন হরেক রঙ থাকে, তেমনই সম্পর্কের নানান রঙ ফুটে উঠবে ‘প্রজাপতি’তে। দেব-মিঠুন জুটির পাশাপাশি এই ছবি ঘিরে আরও একটা বাড়তি উন্মাদনা থাকছে। মৃণাল সেনের ‘মৃগয়া’র পর এই ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্কর জুটি। ৪৭ বছর পর ফের একফ্রেমে দুই অভিনেতা। এর আগে রিয়ালিটি শো-এর মঞ্চে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ফ্রেম শেয়ার করেছেন দেব। ‘হিরোগিরি’ ছবিতে বড় পর্দাতেও একসঙ্গে দেখা মিলেছে তাঁদের। তবে এবার একদম অন্যরকম চরিত্রে ধরা দিচ্ছেন দুজনে। এই ছবির যৌথ প্রযোজকের আসনেও রয়েছেন দেব।
ঘাটালের তৃণমূল সাংসদ এমনিতে বেজায় রসিক মানুষ। এদিনও পিছিয়ে থাকলেন না, পোস্টার লঞ্চে মিঠুনের অনুপস্থিতি নিয়ে তাঁর টিপ্পনি এখন রীতিমতো ভাইরাল। দেব এদিন নিজেই জানান, ‘সত্যি কথা বলছি আমাদের বাজেট কম ছিল, তাই বিজনেস ক্লাস টিকিট দিয়ে মিঠুনদাকে আনতে পারলাম না। কিন্তু মনেপ্রাণে মিঠুনদা আমাদের সঙ্গে আছেন। মিঠুনদাকে আনতে গেলে প্রচুর টাকা খরচা হয়ে যাবে। আমরা একবারই মিঠুনদাকে অ্যাফোর্ড করতে পারি। তাই ভাবলাম ছবি রিলিজ করবার আগে কোনও একটা সময় ডেকে নেব’। দেবের এই কথা শুনে হাসি থামেনি ‘প্রজাপতি’ টিমের।
রাজনৈতিকভাবে দু-মেরুতে অবস্থান দেব ও মিঠুনের। তবে শিল্পী হিসাবে পরস্পরে প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অগাধ। তাই তো দেবের আবদার মেনে ‘প্রজাপতি’ ছবিতে কাজ করে ফেললেন মিঠুন চক্রবর্তী। ‘টনিক’ ছবিতে দেব-পরাণ বন্দ্যোপাধ্যায়ের রসায়ন সবার নজর কেড়েছে। এবার পালা ‘প্রজাপতি’র, ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here