বাজেট অধিবেশন ছেড়ে জন্মদিনে প্যারিসে ‘ফূর্তি’! ট্রোলের মুখে তৃণমূল সাংসদ মিমি
১১ ফেব্রুয়ারি অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। করোনার জেরে গত কয়েক বছর সেভাবে জন্মদিন উদযাপন করতে পারেননি মিমি। তবে এই বছর জন্মদিনে বিশেষ প্ল্যানিং তাঁর। ভালোবাসার শহর প্যারিসে বার্থ ডে সেলিব্রেট করছেন এই টলি সুন্দরী। এদিন ৩৪শে পা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ।
প্যারিস থেকে প্রাক-জন্মদিনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিমি। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে কেতাদস্তুর মিমির পোজ, কিংবা প্যারিসের রাস্তায় হেঁটে বেড়ানোর ভিডিয়ো। মিমির পরনে কালো টপের সঙ্গে গোলাপি ট্রাউজার। সঙ্গে পশমের রঙবেরঙের জ্যাকেট। মিমির এই রাজকীয় প্রাক-জন্মদিনের মুহূর্ত থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চায় শেষ নেই। টলি সুন্দরীরর সহকর্মীরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। শ্রাবন্তী কমেন্ট বক্স লিখেছেন, ‘গোলাপি সুন্দরী’। অভিনেত্রী অনিন্দিতা লিখেছেন, ‘আমাদের এমিলি (প্যারিসে)’। তবে এত প্রশংসার মাঝে কমতি নেই কটাক্ষেরও। নেটিজেনদের একাংশ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিমিকে, তবে ধেয়ে এসেছে বিদ্রুপও।
আপতত সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন চলছে। সেই অধিবেশন ছেড়ে মিমির প্যারিসে জন্মদিন সেলিব্রেট করতে যাওয়াটা মোটেই ভালো চোখে দেখেননি সোশ্যাল মিডিয়ার একটা অংশ। একজন লেখেন, ‘পার্লামেন্ট ছেড়ে বিশ্ব ভ্রমণ, আর ইনি নাকি যাদবপুরের প্রতিনিধি, ছিঃ’। অপর একজন লেখেন, ‘পার্লামেন্ট অধিবেশন চলাকালীন আপনি ছুটিতে? আশ্চর্য..’। এক নেটিজেন মিমি ও তাঁর দলকে কটাক্ষ করে লেখেন, ‘এই হল মা-মাটি-মানুষের প্রতিনিধি, হেসে নিন একটু’।
যদিও ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ মিমি। নিজের মতো করে প্যারিসে সময় কাটাচ্ছেন তিনি। প্রেমের শহরটা নিজের মতো করে ঘুরে দেখছেন বড় রেস্তোরাঁয় রকমারি খাবারের স্বাদ উপভোগ করেছেন। সেই টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘বঁজুর (সুপ্রভাত)’।
অনেকের মনেই প্রশ্ন, প্রেমের সপ্তাহে প্যারিসে কি একাই জন্মদিন সেলিব্রেট করছেন মিমি? নাকি তাঁর সঙ্গে আছে বিশেষ কোনও মানুষ? তা নিয়ে অবশ্য রহস্য বজায় রইল। কারণ টলি নায়িকার কথায়, তিনি ‘সিঙ্গল’।
প্রসঙ্গত, গত ৩১শে জানুয়ারি থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। ১লা জানুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ওইদিন বাবা-মা’কে সঙ্গে নিয়ে সংসদে হাজির ছিলেন মিমি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নায়িকা।
বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। মুম্বইতে নতুন ইনিংস শুরুর প্রস্তুতিতে নায়িকা। শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবির কাজ শেষ করেছেন। খবর, খুব শীঘ্রই জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে দেখা মিলতে পারে মিমির।
For all the latest entertainment News Click Here