‘বাচ্চা চাই, তবে মা’কে দরকার নেই..’, ৫৭-তে সিঙ্গল সলমন! বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ
বলিউডের ভাইজান তিনি। কাশ্মীর থেকে কন্যাকুমারী তাঁর ভক্ত সংখ্যা অগুনতি। সলমন খান মানেই বক্স অফিসে সুনামি। দাবাং খানের ‘ক্যারিশমা’ থেকে অধরা থাকেননি হিন্দি সিনেপ্রেমীরা। দেখতে দেখতে বলিউড ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর কাটিয়ে ফেলেছেন সলমন খান। তিন প্রজন্মের সুপারস্টার তিনি। ৫৭ বছর বয়সী সলমন খান পর্দায় আজও হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স করে চলেছেন অবলীলায়। বাস্তবেও বয়সে অর্ধেক পূজা হেগড়ের সঙ্গে সলমনের প্রেমচর্চা তুঙ্গে। তবে সলমনের জীবনে ‘প্রেম’ এই প্রথম কড়া নাড়েনি। সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা-ইউলিয়া, সলমনের প্রেমিকার সংখ্যা গুণে শেষ করা মুশকিল। বহুবার সম্পর্কে জড়ালেও ‘সিঙ্গল’ তকমা আজও ছেঁটে ফেলেননি তিনি। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকায় আজও উপরের সারিতে তাঁর নাম।
‘সিঙ্গলহুড’ চুটিয়ে এনজয় করছেন তিনি। বছর খানেক আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমার এই সময়টা দুর্দান্ত লাগছে। ১৫ বছর বয়সের পর, এই প্রথম মন হচ্ছে আমি মন খুলে শ্বাস নিচ্ছি। এবার নিজের শ্বাস-প্রশ্বাসে দখল রাখাটা দরকার’। সলমন কি খুব পজেসিভ প্রেমিক? ইন্ডিয়া টুডে কনক্লেভে অভিনেতা জানিয়েছিলেন, ‘আসলে যখন তুমি সম্পর্কে থাকবে তখন তুমি সব কিছু চেষ্টা করবে যাতে সে তোমাকে ছেড়ে না যায়। সবসময় ভালো সাজার চেষ্টা করবে, কখনও চেঁচাবে আবার কখনও কাঁদবে’।
আরও পড়ুন-পরনে শর্ট ড্রেস, ‘টাম টাম’ গানে উদ্দাম নাচ ‘দিদি নম্বর ১’ রচনার! ভাইরাল ভিডিয়ো
সলমনের স্বপ্নের নারী কেমন? ভাইজানের কথায়, ‘আমার স্বপ্নের নারীর মধ্যে সব গুণ থাকতে হবে। সে সুন্দরী হবে আবার বুদ্ধিমতীও। আসলে আমার মনে বিবাহিতা নারীরা মৃতের সমার্থক’। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন সলমন। পরিবারের খুদে সদস্যদের সঙ্গে তাঁর বন্ডিং সবার নজর কাড়ে। অভিনেতার কখনও নিজের পরিবার গড়ে তোলার ইচ্ছে জাগেনি? নায়কের সপাট জবাব, ‘আমি বাচ্চা ভালোবাসি। কিন্তু বাচ্চার সঙ্গে মা-ও তো আসবে। আমি মা-কে চাই না। শুধু বাচ্চা চাই’। তাহলে দত্তক নেওয়ার কথা ভাবছেন না কেন? ‘ভেবে দেখতে পারি, সেটা একটা উপায় বটে’, জবাব ছিল সলমনের। যদিও এরপর লম্বা সময় পেরিয়ে গেলেও আজও ‘একা’ সলমন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও একটা চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে সলমনকে। ৭১ বছরেও লিড হিরোর চরিত্র করতে চান তিনি, তবে মুশকিল হল ওই বয়সে ২৪ বছরের তরুণীর সঙ্গে রোম্যান্স করতে গিয়ে অস্বস্তিতে ভুগবেন তিনি, এই চিন্তা ঘিরে ধরেছে সলমনকে। অভিনেতার কথায়, একটা জিনিসেই মেজাজ হারান তিনি। সলমন জানান, ‘লোকে যখন অন্যের দুরাবস্থার ফায়দা তুলে টাকা কামায়,সেটা দেখলে আমার মাথা গরম হয়ে যায়’।
আরও পড়ুন- রোম্যান্স আর মারকাটারি অ্যাকশন-‘কিসি কা ভাই, কিসি কি জান’-এ চেনা মেজাজে সলমন
আগামিতে সলমনকে দেখা যাবে ‘কিসি কা ভাই, কিসি কা জান’ ছবিতে। এই ছবিতে চর্চিত প্রেমিকা পূজা হেগড়ের সঙ্গে রোম্যান্স করবেন সলমন। সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩’-ও মুক্তি পাবে এই বছর।
For all the latest entertainment News Click Here