‘বাঙালি অভিনেত্রী’ বলায় বলিউডের উপর চটেছিলেন স্বস্তিকা, আবিরেরও কি খারাপ লাগে?
আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী অভিনীত ফাটাফাটি ছবিটা গত ১২ মে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। বক্স অফিসে দারুণ সাড়া পায় এই ছবি। প্লাস সাইজ মডেল, বডি শেমিং ইত্যাদি নিয়ে এই ছবিতে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। আগামী ৪ অগাস্ট এই ছবিটি এবার ওয়েব মাধ্যমে মুক্তি পেতে চলেছে। সোনি লিভ প্ল্যাটফর্মে আসছে ফাটাফাটি। তার আগেই হিন্দুস্তান টাইমসের তরফে স্নেহা চট্টোপাধ্যায় তাঁর মুখোমুখি হয়েছিলেন।
ফাটাফাটি ছবির গল্পটি আবর্তিত হয়েছে প্লাস সাইজ মডেল ফুল্লোরাকে ঘিরে। এখানে তাঁর স্বামী বাচস্পতির ভূমিকায় অভিনয় করেছিলেন আবির। স্ত্রীর লড়াই তিনি কীভাবে তাঁর পাশে থেকে তাঁকে সাপোর্ট করেছিলেন সেটাই এখানে তুলে ধরা হয়েছিল।
এই ছবি প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে আবির বলেন, ‘বক্স অফিসে ভীষণই ভালো ব্যবসা করেছে ফাটাফাটি। এখনও একাধিক হলে এই ছবিটি চলছে তার মধ্যে তো কিছু শো হাউজফুল হচ্ছে। কিন্তু একই সঙ্গে এখনও বহু মানুষ এই ছবিটি দেখতে পাননি, এর মূল কারণ তাঁরা হয় বিদেশে থাকেন বা অন্য কিছু। তাই একবার ওটিটি মাধ্যমে ছবিটি মুক্তি পেলে সকলেই সেটা তখন দেখতে পারবেন।’
এই ছবিটি সোনি লিভে ইংলিশ সাবটাইটেল সহ দেখা যাবে। ফলে যাঁরা বাংলা বোঝেন না তাঁরাও এই ছবি উপভোগ করতে পারবেন। এই প্রসঙ্গে আবির বলেন, ‘ওয়েব মাধ্যমের এটাই একটা সুবিধা, ভাষাটা এখানে আর কোনও প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে না। গোটা বিশ্বটা যেন একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। যাঁরা অবাঙালি হয়েও এবার এই ছবি দেখবেন তাঁদের হয়তো এবার বাংলা ছবির প্রতি ইন্টারেস্ট বাড়বে।’
অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রীরা আছেন যাঁদের বাঙালি অভিনেতা অভিনেত্রী বললে রাগ করেন, আবির কি সেই একই দলে পড়েন? যেমন স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন? উত্তরে অভিনেতা বলেন, ‘না, আমার মনে হয় এটা কোথাও বুঝতে ভুল হয়েছে। ওঁর বক্তব্য কোনও শিল্পীকে তাঁর ভাষা বা সে কোন জায়গার সেটার ভিত্তি চিহ্নিত করা ঠিক নয়। আমি নিজে যখন মুম্বই আসি শুটের জন্য আমি জানি আমার সহ অভিনেতারা আমায় নয় কেবল আমার ইন্ডাস্ট্রিকে জাজ করবেন। কিন্তু আমার খারাপ লাগে না যখন কেউ আমায় তুমি তো অবরোধ ২ এর সেই বাঙালি অভিনেতা না বলে প্রশ্ন করেন।’
For all the latest entertainment News Click Here