‘বাঙালিরা এইভাবে বিশ্বকাপে দাপাচ্ছে!’ রসিকতা বিবেক অগ্নিহোত্রীর, রেগে আগুন অনেকে
শুক্রবার সকাল থেকে বাঙালি আবেগ নিয়ে নানা সময়ে কথা উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ এদিন সকালে বাঙালি এবং তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। তাই নিয়ে রীতিমতো উত্তেজিত ছিলেন বহু মানুষ। কিন্তু তার প্রভাব কাটতে না কাটতেই হাজির হল আর এক জটিলতা। এবার তার কেন্দ্রে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
ইফি-তে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে যে জলঘোলা হয়েছে, তার কারণে বিবেক কয়েক দিন ধরেই আলোচনায়। তার মধ্যেই আবার এক নতুন বিতর্ক। কী বলেছেন বিবেক? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘বাঙালিরা এইভাবে বিশ্বকাপে দাপাচ্ছে’। কী এই ভিডিয়োটি? এটি সায়ন রায় বলে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসরের। হালে একটি মজার ভিডিয়ো পোস্ট করেন সায়ন। সেখানে নিজেই অভিনয় করেছেন দু’টি চরিত্রে। একজন বলে, কবে যে একটি বাঙালি প্লেয়ারকে বিশ্বকাপে দেখতে পাবো! তাতে অন্য জন বিভিন্ন দেশের বহু খেলোয়াড়ের নাম পর পর বলে যায়। এমন কিছু নাম বলে, যার সঙ্গে সাযুজ্য আছে বাঙালি নাম বা পদবীর।
কী কী নাম বলেছেন সায়ন? ‘এরিক সেন, লার সেন… রুবেন দাস… কেভিন দে…’ এমন পর পর নাম বলার পরে, সায়ন বলেন, ‘আরে, আর্জেন্টিনার জন্য তো আমাদের মাসি খেলে!’ বিভিন্ন দেশের বিভিন্ন প্লেয়ারের নামের সঙ্গে বাঙালির নামের এই সাযুজ্য খোঁজার ভিডিয়োটি খুবই জনপ্রিয় হয়েছিল। সেটিই শুক্রবার সকালে পোস্ট করেছেন বিবেক। আর সঙ্গে লিখেছেন উপরোক্ত কথাটি।
এতে অনেকেই মজা পেয়েছেন। হাসির ইমোজি থেকে মন্তব্যে ভরে গিয়েছে পোস্টের নীচের অংশ। কিন্তু বহু বাঙালি এতে রেগে আগুনও হয়েছেন। অনেকেই বলেছেন, সারা দেশের ফুটবলে বাঙালিদের যা অবদান, তা আর কারও নেই। কেউ আবার প্রকাশ্যেই বিবেককে গালিগালাজও দিয়েছেন। সব মিলিয়ে বাঙালিদের বিশ্বকাপ আগুনে আরও খানিকটা ঘি ঢেলেছে এই পোস্ট।
For all the latest entertainment News Click Here