বাঘাযতীন না লাল সিং চাড্ডা!- দেবের ছবির পোস্টার দেখেই মাঠে নেমে পড়েছে ট্রোলাররা
পুজো এবার জমজমাট! একগুচ্ছ বাংলা ছবি আসছে এই পুজোতে। আর সেগুলোর অন্যতম হল দেবের ‘বাঘা যতীন’। ২২ জুন, বৃহস্পতিবার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের ৬ বছর বর্ষপূর্তির দিন এই ছবির পোস্টার সহ ছবি মুক্তির দিন ঘোষণা করা হল। ২০ অক্টোবর মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত এই ছবি।
এদিন ‘বাঘাযতীন’ ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে দেবকে একজন শিখ রূপে দেখা গিয়েছে। তাঁর পরনে খাকি পোশাক, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি। কাঁধে বন্দুক রেগে রাগত চোখে তাকিয়ে আছেন তিনি। আর দেবের এই লুকের ছবি সামনে আসতেও ট্রোল শুরু হয়েছে।
বাঘাযতীনের যে ছবির সঙ্গে সকলেই পরিচিত, স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে রূপ সকলের মননে গেঁথে আছে তার সঙ্গে যে দেবের এই রূপের কোনও মিল নেই! আর তাতেই নেটপাড়ার এক দল মানুষ বেজায় চটেছেন! চলছে ট্রোল। একদিকে যখন দেবের এই রূপ নিয়ে প্রশ্ন চিহ্ন বসেছে তখন আরেকদিকে পরিচালকের নাম সন্দেহ আরও উসকে দিচ্ছে। হবে নাই বা কেন! অরুণ রায় যে ঐতিহাসিক চরিত্র এবং ঘটনা নিয়ে যথেষ্ট গবেষণা করে ছবি বানাতে সিদ্ধহস্ত। তাঁর ‘হীরালাল’, ‘৮/১২’ ছবিগুলো যে তারই প্রমাণ দেয়। তবে?
এই তবের উত্তর তো পুজোতেই মিলবে। তবে প্রযোজক রানা সরকার দেবের পাশে থেকে তাঁকে সমর্থন করে ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছেন। এদিন তিনি তাঁর ফেসবুকের পাতায় লেখেন, ‘বাঘাযতীন কোনদিন শিখের ছদ্মবেশ নেননি, ফেসবুকীয় ঐতিহাসিকগণ কিভাবে এই সিদ্ধান্তে এলেন ? যারা ইতিহাস জানে না তারা সিনেমাটা দেখা পর্যন্ত অপেক্ষা করুক, বিস্তারিত না জেনে ফেসবুকে খাপ বসাচ্ছ কেন ? অরুন রায় অভিজ্ঞ গবেষক ও পরিচালক, তাঁর ওপর ভরসা রাখো ও দুর্গাপুজোতে সিনেমা হলে ‘বাঘাযতীন’ দেখে নিজের সন্দেহর অবসান ঘটিও।’
এই ছবিতে দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে। দেব থুড়ি বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে নবাগতা সৃজা দত্তকে দেখা যাবে। নীলায়ন চট্টোপাধ্যায় এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। ২০ অক্টোবর এই ছবি হিন্দি এবং বাংলা ভাষায় দেশ জুড়ে মুক্তি পাবে। জিতের চেঙ্গিজের পর এই দ্বিতীয় কোনও বাংলা ছবি হিন্দি ভাষায় মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here