বাগান ছাড়লেন তিরি, কামিন্সকে দ্রুত সই করাতে মরিয়া কলকাতার এই প্রধান
সদ্য শেষ হওয়া মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। তবে চ্যাম্পিয়ন হওয়ার আবেগে গা ভাসিয়ে দিতে নারাজ কর্মকর্তারা। আগামী মরশুমের জন্য দল গড়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা। দল ভাঙা-গড়ার মাঝখানেই তারা এবার ছেড়ে দিল ডিফেন্ডার তিরিকে।
স্প্যানিশ এই ডিফেন্ডার ২০২০ সালে এটিকে মোহনবাগানে যোগ দেন। এর আগে ২০১৬ সালে অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে আইএসএল খেলার অভিজ্ঞতা ছিল তাঁর। তিন বছর মোহনবাগান শিবিরে কাটান তিনি। তবে এই বছর পুরোটাই চোট আঘাতের সমস্যায় জর্জরিত হয়ে সেইভাবে ম্যাচ খেলতে পারেননি তিনি। পুরোটাই বসে কাটিয়েছেন। তাকে আর রাখতে চায় না এটিকে মোহনবাগান। সেটা তিনি ভালো করেই বুঝে গিয়েছেন। স্প্যানিশ এই ডিফেন্ডার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোহনবাগান ছাড়ার কথা ঘোষণা করেন। সেখানে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন সময় মোহনবাগানের হয়ে খেলা ম্যাচের একটি কোলাজ তিনি তুলে ধরেছেন ভিডিয়োর মাধ্যমে।
পোস্টে তিনি লেখেন, ‘এই তিন বছরের জন্য মোহনবাগান ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। সতীর্থ কোচ, ফিজিক্যাল ট্রেনার, সমর্থক এবং ক্লাবের সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। সমর্থকদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। একটু আলাদাভাবেই আমি বিদায় জানাচ্ছি। জীবনে অনেক সময় আসে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত নিয়েই নতুন সুযোগকে কাজে লাগাতে চাই। আমি সবাইকে মিস করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।’
সবুজ মেরুন এই ডিফেন্ডারকে ছেড়ে দিলেও বিশ্বকাপ খেলা অজি ফরওয়ার্ড জেসন কামিন্সকে দলে নেওয়ার জন্য জোর কদমে লেগে পড়েছে। ইতিমধ্যেই জেসন সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়ে গিয়েছে মোহনবাগান কর্তাদের। জেসনের সব দাবিদাওয়াও মেনে নিয়েছেন তারা। তবে সই করানোর কথাবার্তা এগোলেও, এখনও তিনি সই করেননি মোহনবাগানে। জেসনকে কলকাতায় নিয়ে আসতে গেলে মোহনবাগানকে প্রায় তিন কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি দিতে হবে কামিন্সের বর্তমান দলকে। মোহনবাগান কর্তাদের কাছ থেকে কামিন্স কয়েক দিনের সময় চেয়ে নেওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে চ্যাম্পিয়ন দলের।
এর দুটো কারণ রয়েছে, এক কামিন্সকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে মুম্বই সিটি এফসিও। তবে বেশি ট্রান্সফার ফ্রি দিতে রাজি নয়। দ্বিতীয় কারণ, সব থেকে বেশি চাপে রেখেছে সবুজ মেরুনকে। সুত্র মারফত জানা যাচ্ছে, কামিন্স ইউরোপে খেলার সুযোগ পেতে পারেন, সেই জন্য মোহনবাগানে সই করার জন্য অপেক্ষা করাচ্ছেন মোহনবাগানকে। তবে আপাতত যা খবর তাতে কামিন্স ভারতে খেলতে আসলে মোহনবাগানের হয়েই খেলবেন।
For all the latest Sports News Click Here