বাগানে সই করে আগামীর টার্গেট জানিয়ে দিলেন কামিংস, বিশ্বকাপারকে পেয়ে খুশি জুয়ান
রেকর্ড অর্থে মোহনবাগানে সই করেছেন অস্ট্রেলিয়ার হয়ে কাতার বিশ্বকাপে খেলা জেসন কামিংস। দীর্ঘ জল্পনার অবসান ঘটেছে। কয়েক সপ্তাহ ধরেই শোন যাচ্ছিল এই বিশ্বকাপারকে দলে নিচ্ছে বাগান শিবির। কিন্তু কামিংসের বর্তমান ক্লাব সেন্টার কোস্ট মেরিনার্সের থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই চুক্তির জন্য কাগজ-পত্র পাঠাতে শুরু করেন বাগান কর্তার। আইএসএলের অনেক দলই তাঁকে দলে নিতে মরিয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে কলকাতার এই প্রধান।
প্রথম দিন থেকেই কামিংসের জন্য ঝাপায় তারা। একেবারে হাল ছেড়ে দেয়নি। অবশেষে বাজিমাত করল কিন্তু কলকাতার এই প্রধানই। গত বছর চ্যাম্পিয়ন হলেও স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছে বাগান শিবিরকে। এবার সেই জন্য অজি স্টাইকারের জন্য ঝাপায় তারা। বাগান জার্সিতে সই করেই আবেগে ভাসলেন এই বিশ্বকাপার। বাগান সমর্থকদের বিশেষ বার্তাও দিলেন তিনি। মোহনবাগানে সই করার পর অজি বিশ্বকাপার জানান, ‘গত কয়েক বছর ধরেই আমি ভারতীয় ক্লাব ফুটবলে নজর রেখেছিলাম। মোহনবাগান সম্পর্কেও আমি জানতাম। তবে যখন তারা প্রস্তাব দেয়, তখন আমি খোজ খবর করতে শুরু করি। তখন আমি জানতে পারি এই ক্লাব গত বছর আইএসএল চ্যাম্পিয়ন্স হয়েছে। এই বছর চ্যালেঞ্জটা আরও বেশি থাকবে। আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আগামী তিন বছর ক্লাবকে সাফল্য এনে দেওয়াই আমার টার্গেট।’
কামিন্স আরও জানান, ‘মোহনবাগান কোচ ফেরান্দোর সঙ্গে আমি কথা বলে বুঝতে পারি এই ক্লাবের লক্ষ্য শুধু আইএসএল চ্যাম্পিয়ন হওয়া নয়। এএফসি কাপের মতো টুর্নামেন্টে ভালো ফল করতে চায় মোহনবাগান। আমাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। খুব তাড়াতাড়ি আমি কলকাতায় আসছি।’
শুধু কামিংস একা নন, অজি স্ট্রাইকার যোগ দেওয়ায় খুশি বাগান কোন জুয়ান ফেরান্দোও। তিনি জানান, ‘জেসন কেমন ফুটবলার তা আলাদা করে বলার কিছু নেই। এতদিনে তা সবাই জেনে গিয়েছে। প্রচন্ড আক্রমণাত্মক এবং প্রেসিং ফুটবল খেলে ও। যা আমার স্ট্র্যাটেজির সঙ্গে একেবারে মিলে গিয়েছে। ও আশায় আমাদের দলের শক্তি অনেকটাই বাড়ল। গোলের সামনে দারুণ ক্ষিপ্র। সেই সঙ্গে ফিনিশিংটাও খুব ভালো করে। বিশেষ করে একের বিরুদ্ধে একে দারুণ সফল কামিংস। ও সবার সঙ্গে মিলে থাকতে পারে। জেসন কামিংসের মতো একজন সদ্য বিশ্বকাপ খেলা ফুটবলার রাজি হয়েছে এটাই বড় ব্যাপার। আমার ধারণা ওকে দেখে দলের অনেকেই কিছু শিখতে পারবে।’
For all the latest Sports News Click Here