বাকিরা খেলার সুযোগই পেল না, LSG-র হারের জন্য রাহুলের ইনিংসকে দায়ী করলেন মঞ্জরেকর
আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০৮ রান তাড়া করতে নেমে ১৪ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ব্যাট হাতে লখনউ অধিনায়ক ৫৮ বলে ৭৯ রান করলেও, দলকে জেতাতে পারেননি। রাহুলের এই ইনিংসকেই লখনউয়ের হারের জন্য দায়ী করছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মত রাহুল অত্যাধিক সময় ব্যাট করায় বাকিরা খেলার সুযোগই পাননি।
ESPNcricinfo-র হয়ে এক আলোচনাসভায় মঞ্জরেকর বলেন, ‘পঞ্জাব কিংসের হয়েও একই ঘটনা ঘটত। ও শেষ পর্যন্ত খেলত, পঞ্জাব হয়তো তিন চার উইকেট হারাত, তবে রান তাড়া করতে পারত না। সেইসময় (নিকোলাস) পুরানকে দেখে আমার খারাপই লাগত, ও তো ছয়-সাতটা বল বড়জোর খেলার সুযোগ পেত। এখানেও একই ছবি। রাহুল ১৯ ওভার অবধি টিকে যদি। এর থেকে রাহুল যদি ব্যাট চালাত এবং একটু আগেই না হয় আউট হতো, তাহলে স্টইনিস, ক্রুণাল পান্ডিয়া, এভিন লুইসরা তো বেশি বল খেলতে পারত। এমনটা হবেই যে তার নিশ্চয়তা নেই, তবে লোয়ার অর্ডার হিটাররা বেশি সুযোগ পেলে আরও অনেক বেশি ম্যাচ জিতত ওরা।’
তাঁর মতে রাহুলের ওপরে বেশি দায়িত্ব দেওয়া হলে তিনি চাপে পড়ে যান। ‘আমরা রাহুলের খেলা যথেষ্ট দেখেছি। আন্তর্জাতিকে ওর স্ট্রাইক রেট ১৪০-র। ওর আশেপাশে যখন আরও বড় ব্যাটাররা থাকে, তখন ও বেশি ভাল খেলে এটা স্পষ্ট। বিরাট কোহলি হোক, ধোনি বা এই মরশুম বাদে রোহিত শর্মাই হোক না কেন, সকলেই দায়িত্ব নিতে পছন্দ করেন। হয়তো লোকেশ রাহুল এমন দায়িত্ব নিতে সক্ষম হয়। ওকে যদি একা ম্যাচ জেতানোর দায়িত্ব দেওয়া হয়, তাহলেই চাপ। আমি ওর কোচ হলে ওকে ম্যাচ জেতানোর দায়িত্ব দেওয়ার থেকে নিজের খেলাটা উপভোগ করার জন্য বলতাম। তাহলেই ফলাফল আসত।’ দাবি প্রাক্তন ভারতীয় তারকার।
For all the latest Sports News Click Here