বাকিরা কি ধোয়া তুলসি পাতা? একা রোহিতের সমালোচনায় খেপে লাল হরভজন
বিগত কয়েক বছর ধরে ভারতীয় দল আইসিসির টুর্নামেন্ট গুলিতে সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স করলেও ট্রফি জিততে পারেনি। এই সময়কালে দলের অধিনায়কও পরিবর্তন হয়েছে। মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর সেই দায়িত্ব যায় বিরাট কোহলির উপর। বিরাটের হাত থেকে অধিনায়কত্ব যায় রোহিত শর্মার হাতে। তবে ভারতের ট্রফির ভাগ্যের পরিবর্তন হয়নি। সম্প্রতি দ্বিতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারার পরে ভারত অধিনায়ক রোহিত শর্মার তুমুল সমালোচনা হতে থাকে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররা রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। তবে প্রাক্তন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং রোহিত শর্মার পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত রোহিতকে সমর্থন করা। কারণ ভাজ্জি মনে করেন, রোহিতের সমালোচনা একটু বেশিই করা হচ্ছে।
সম্প্রতি কিছু সপ্তাহ জুড়ে ভারতীয় সমর্থক থেকে শুরু করে বিশেষজ্ঞরা প্রত্যেককেই সমালোচনা করেন রহিতের। এমনকী ক্রিকেট কিংবদন্তি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকরও ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারার পর নিশানা করেন ভারত অধিনায়ককে। তিনি মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে রোহিতের অধিনায়কত্ব সেই ভাবে দাগ কাটতে পারেনি। তবে রোহিতের জাতীয় দলের ও মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন সতীর্থ হরভজন সিং তাকে অনেক কাছে থেকে দেখেছেন। ড্রেসিংরুমে তারা একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে রোহিতের সমালোচনার সম্পর্কে মুখ খোলেন ভাজ্জি।
সংবাদ সংস্থা পিটিআইকে হরভজন বলেন, ‘আমি দেখছি যে রোহিতের সমালোচনার ক্ষেত্রে কিছু মানুষ একটু বেশি এগিয়ে যাচ্ছেন। ক্রিকেট একটা দলগত খেলা। এখানে একজন ক্রিকেটারের পারফরম্যান্স দলের পরিস্থিতিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন না। ভারত সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারেনি। হ্যাঁ, সেই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলা উচিত এবং সেখান থেকে এগিয়ে যাওয়াও দরকার। কিন্তু একা রোহিতের সমালোচনা করা অন্যায়। এটা বলা ঠিক নয় যে ও রান করছে না। ওজন বাড়াচ্ছে। ভালো অধিনায়কত্ব করছে না। আমি মনে করি সে একজন উজ্জ্বল নেতা।’
এখানে না থেমে তিনি আরও বলেন, ‘আমি রোহিতের সাথে খেলেছি এবং তাকে ঘনিষ্ঠভাবে দেখেছি। শুধুমাত্র এমআই ড্রেসিংরুমেই নয়, ভারতীয় ড্রেসিংরুমেও সময় কাটিয়েছি। ও সবাইকে অনেক সম্মান করে। সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে তাকে বিচার করা অনুচিত বলে আমি মনে করি।আমাদের তার প্রতি বিশ্বাস দেখাতে হবে।’
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চোখ বুলালেই দেখা যাবে বিভিন্ন সময়ে থাকা বিভিন্ন অধিনায়ক তৎকালীন ভারতীয় বোর্ডের সমর্থন পেয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় জগমোহন ডালিমিয়া সমর্থন পেয়েছিলেন। মহেন্দ্র সিং অধিনায়ক থাকাকালীন শ্রীনিবাসনের সমর্থনে ছিলেন। বিরাট কোহলির সময় ভারতীয় বোর্ডের প্রশাসকের প্রধান বিনোদ রাই কোহলির সব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন।
এই বিষয়ে হরভজন বলেন, ‘যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের সমর্থন অধিনায়কের প্রতি থাকে তাহলে চাপমুক্ত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া যায়। শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলির সময় নয় আরও একটু পিছিয়ে গেলে দেখা যাবে অনেক ভারতীয় অধিনায়ক তৎকালীন বোর্ড সভাপতির সমর্থন পেয়েছে। রোহিতও সমর্থন পাচ্ছে এবং পাওয়াটাই উচিত। আমি জানিনা ও কতটা সমর্থন পাচ্ছে। তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন ওর দরকার।’
For all the latest Sports News Click Here