বাউন্ডারির ধারে দাঁড়িয়েই খেলোয়াড়দের লাগাতার নির্দেশ, নেহরাকে হুবহু নকল ছেলের
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা পেসার আশিস নেহরা। দীর্ঘদিন ভারতের হয়ে সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি। বর্তমানে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন কোচ হিসেবে। গুজরাট টাইটানস দলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। চলতি আইপিএলে তিনি বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন। উঠে এসেছেন মাঠে তাঁর অনন্য আচরণের কারণে। প্রতি ম্যাচেই বাউন্ডারির পাশে দাঁড়িয়ে দলের কোনও না কোনও ক্রিকেটারের সঙ্গে তিনি অনবরত কথা বলতে থাকেন। আর এবার বাবার সেই আচরণকে হুবহু নকল করতে দেখা গেল তাঁর ছেলেকে!
গুজরাট টাইটানসের তরফেই একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে আরুষ নেহরাকে দেখা গেছে মজার ছলে বাবা আশিস নেহরার আচরণকে হুবহু নকল করতে। যে ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভিডিয়োতে আরুষকে মজার ছলে বলতে শোনা যায় ‘আমার একটা রিভার্স ক্যাপ (ঘোরানো টুপি) দরকার। তবে না পেলেও কোনও সমস্যা নেই।’ এই মুহূর্তে আটটি ম্যাচের মধ্যে ছটি ম্যাচে জিতেছে গুজরাট। ফলে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে তারা। ম্যাচে কেকেআর ১৭৯ রান করে। রহমানউল্লাহ গুরবাজ করেন ৮১ রান। মহম্মদ শামি তিনটি উইকেট নেন। মাত্র ১৭.৫ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট টাইটানস দল।
গতকাল অর্থাৎ শনিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল গুজরাট। ইডেন গার্ডেনে সেই ম্যাচে গুজরাট দলকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে গুজরাট। ১৩ বল বাকি থাকতেই সহজ জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পান্ডিয়া বাহিনী। বিজয় শঙ্করের এক অনবদ্য ইনিংসে ভর করেই এই জয় ছিনিয়ে নিয়েছে তারা। এরপরেই আশিস নেহরার জন্মদিন মজার ছলে পালন করল গুজরাট দল। সেই উপলক্ষেই এই মজার ভিডিয়ো তৈরি করে আপলোড করে তারা। এই ভিডিয়োতেই দেখা যায় আরুষকে নকল করতে তাঁর বাবাকে। বাবার মতন একটি টুপিকে ঘুরিয়ে মাথায় পড়েন তিনি। এরপর আশিস নেহরার মতন হাত পিছনে নিয়ে বাউন্ডারির পাশে ঘুরতে দেখা যায় তাঁকে। ভিডিয়োর শেষে আরুষকে বলতে শোনা যায় ‘আশিস নেহরা যা করেন একেবারে তার হুবহু করলাম।’
For all the latest Sports News Click Here