বাইসেপ আরও বাড়বে! জিমে ধোনির কসরৎ, বহু দূর থেকে উদ্ভাসিত ফ্যানরা, ভাইরাল ভিডিয়ো
বড় কাঁচের জানালাটা ভেদ করে ‘ধোনি, ধোনি’ শব্দটা কি কানে পৌঁছে যাচ্ছিল? সম্ভবত নয়। জানালার অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা মুখখুলোও সম্ভবত সে কথা ভালোভাবে জানে। কিন্তু ‘থালা’ মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পেলে কি শান্ত থাকা যায়? তাই জিমের মধ্যে কসরৎ করতে থাকা চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ককে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়লেন একদল সমর্থক। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমে শারীরিক কসরৎ করছেন ধোনি। তিনি যেখানে জিম করছেন, সেটির বাইরের দিকে অপর কোনও কমপ্লেক্স থেকে কয়েকজন সেই দৃশ্যের ভিডিয়ো করছেন। সঙ্গে ‘ধোনি, ধোনি’ স্লোগান তুলতে থাকেন। ধোনি সম্ভবত কিছু বুঝতে পারেননি। তিনি একাগ্রতার সঙ্গে নিজের জিম সেশন চালিয়ে যেতে থাকেন। লক্ষ্যটা যেন ছিল, ছক্কাটা মাঠের একেবারে বাইরে ফেলতেই হবে। সেজন্য আরও বাড়াতে হবে হাতের জোর। যে ধোনির বাইসেপের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: MS Dhoni in IPL 2023: নেহাতই প্র্যাকটিস, তাও ধোনিকে দেখতে পূর্ণ চিপক, বিস্ফোরণ আবেগের- ভিডিয়ো
এমনিতে দু’দিন পরেই এবার আইপিএলে ধোনির চেন্নাইয়ের যাত্রা শুরু হচ্ছে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই। একাধিক মহলের ধারণা, এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে। যিনি ২০২০ সালের ১৫ অগস্ট আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আরও এক বছর আগে – ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে।
আরও পড়ুন: সলমন-বিরাটদের কড়া টক্কর দিতে পারেন ৪১-এর ধোনি! IPL 2023 -এর আগে নজরে মাহির বাইসেপ
তবে এটাই যে তাঁর শেষ আইপিএল হতে চলেছে, এমন কিছু নিজে জানাননি ধোনি। দীর্ঘদিন ধরে ধোনিকে যাঁরা দেখেছেন, তাঁদের ধারণা, আগেভাগেই কিছু জানাবেনও না ভারতের প্রাক্তন অধিনায়ক। বরং ২০২০ সালের আইপিএল থেকে যেমন মরশুমের যেমন শেষ ম্যাচে নিজের ভবিষ্যৎ স্পষ্ট করে দেন, এবারও সম্ভবত সেরকমই কিছু করবেন। কারণ ধোনি এমন একজন খেলোয়াড়, যিনি কাজটা চুপচাপ করে যেতে চান। বিশেষ কোনও কিছু চান না। কারণ তিনিই যে ‘স্পেশাল’। আর কাজের মাধ্যমে সব ‘স্পেশাল’ কীর্তি গড়েন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here