বাইক নিয়ে উলটে পড়ছেন শাহরুখ-অনুষ্কা! হেসে খুন নায়িকা, দেখুন ভিডিয়ো
শাহরুখ খানের হাত ধরেই বলিউড ইনিংস শুরু করেছিলেন অনুষ্কা শর্মা। এরপর ফের ‘জব তক হ্যায় জান’ ছবিতে একসঙ্গে দেখা যায় দুজনকে। কেরিয়ারের একদম গোড়াতেই যশ চোপড়ার নায়িকা হওয়ার সৌভাগ্য হয়েছিল অভিনেত্রীর। শনিবার ৯ বছর পূর্ণ করল এই ছবি। আর স্মৃতির সরণি বেয়ে অনুষ্কা শর্মা এদিন ভাগ করে নিলেন ছবির সঙ্গে জড়িয়ে থাকা কিছু না-ভোলা মুহূর্ত। ইনস্টাগ্রামে এদিন একটি ছবি ও ভিডিয়োর কোলাজ শেয়ার করেন বিরাট ঘরনি। সেখানেই দেখা গেল একটি মজাদার মুহূর্ত, বাইক নিয়ে মাঝ রাস্তায় উলটে পড়ছিলেন শাহরুখ ও তাঁর পিছনের সিটে বসে থাকা অনুষ্কা।
ব্যালেন্স হারালেও শেষমেষ উপস্থিত বুদ্ধির জেরে শাহরুখ বাইকটিকে সামলে নেন। কিন্তু পিছনে বসা অনুষ্কার হাসি কিছুতেই থামছে না! খিলখিল করে হাসতে থাকেন তিনি।
শাহরুখ-অনুষ্কার পাশাপাশি এই ছবিতে দেখা মিলেছে ক্যাটরিনা কাইফের। পরিচালক যশ চোপড়ার শেষ ছবি এটি। পরিচালকের মৃত্যুর মাস কয়েক পর, ২০১২ সালের নভেম্বরে মুক্তি পায় এই ছবি। এই ছবির কাহিনিকার ও প্রযোজক ছিলেন যশ চোপড়া পুত্র তথা শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু আদিত্য চোপড়া।
এক পুরোনো সাক্ষাত্কারে শাহরুখ জানিয়েছেন, এই ছবির একটি ডায়লগ ঘিরে আদিত্য চোপড়ার সঙ্গে রীতিমতো ঝগড়া হয়েছিল তাঁর। এক জায়গায় পাঞ্জাবিতে একটি সংলাপ রয়েছে, সেখানে নিজের মা-কে শাহরুখ বলছেন, ‘তু ক্যায়া কর রাহি হ্যায়?’ (তুই কি করছিস?) মা-কে ‘তুই’ বলে সম্বোধন করতে একদম রাজি ছিলেন না শাহরুখ।
মূলত ত্রিকোণ প্রেমের কাহিনি এই ছবি। আর্মি অফিসার সমর আনন্দ, বিজনেস ওম্যান মীরা থাপার (ক্যাটরিনা) এবং হাসিখুশি ফিল্মমেকার আকিরা রাই (অনুষ্কা)-কে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির গল্প। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এই ছবি, পাশাপাশি ছবির গানগুলিও এখনও গেঁথে রয়েছে দর্শক মনে। ছবির সংগীতের দায়িত্বভার সামলেছেন এ আর রহমান।
শাহরুখ-অনুষ্কার পাশাপাশি এই ছবিতে দেখা মিলেছে ক্যাটরিনা কাইফের। পরিচালক যশ চোপড়ার শেষ ছবি এটি। পরিচালকের মৃত্যুর মাস কয়েক পর, ২০১২ সালের নভেম্বরে মুক্তি পায় এই ছবি। এই ছবির কাহিনিকার ও প্রযোজক ছিলেন যশ চোপড়া পুত্র তথা শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু আদিত্য চোপড়া।
এক পুরোনো সাক্ষাত্কারে শাহরুখ জানিয়েছেন, এই ছবির একটি ডায়লগ ঘিরে আদিত্য চোপড়ার সঙ্গে রীতিমতো ঝগড়া হয়েছিল তাঁর। এক জায়গায় পাঞ্জাবিতে একটি সংলাপ রয়েছে, সেখানে নিজের মা-কে শাহরুখ বলছেন, ‘তু ক্যায়া কর রাহি হ্যায়?’ (তুই কি করছিস?) মা-কে ‘তুই’ বলে সম্বোধন করতে একদম রাজি ছিলেন না শাহরুখ।
মূলত ত্রিকোণ প্রেমের কাহিনি এই ছবি। আর্মি অফিসার সমর আনন্দ, বিজনেস ওম্যান মীরা থাপার (ক্যাটরিনা) এবং হাসিখুশি ফিল্মমেকার আকিরা রাই (অনুষ্কা)-কে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির গল্প। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এই ছবি, পাশাপাশি ছবির গানগুলিও এখনও গেঁথে রয়েছে দর্শক মনে। ছবির সংগীতের দায়িত্বভার সামলেছেন এ আর রহমান।
|#+|
For all the latest entertainment News Click Here