বাইকের পিছনে স্ত্রী কোয়েল, কোথায় চললেন অরিজিৎ সিং? প্রিয় গায়ককে দেখে এক তরুণী…
তিনি অরিজিৎ সিং। তাঁর গানের সুর ঝড় তোলে বহু নারীর হৃদয়। তবে অরিজিৎ মন দিয়েছেন শুধুই কোয়েলকে। হ্যাঁ, অরিজিতের স্ত্রী কোয়েল (রায়) সিংয়ের কথাই বলছিলাম। মাঝে মধ্যেই ফ্যান পেজে উঠে আসে অরিজিৎ ও কোয়েলের রোম্যান্টিক নানান মুহূর্ত। যা দেখে মন ভরে যায় অরিজিৎ ভক্তদের।
সম্প্রতি নেট দুনিয়ায় উঠে এসেছে অরিজিৎ সিং ও কোয়েল সিংয়ের আরও এক সুন্দর মুহূর্ত। যেখান অরিজিতকে বাড়ি থেকে বাইকে করে বের হতে দেখা যাচ্ছে, আর তাঁর বাইকের পিছনে বসে স্ত্রী কোয়েল সিং। অরিজিতের পরনে ছিমছাম টি-শার্ট, প্যান্ট, আর পায়ে চটি। আর তাঁর মাথায় বাঁধা রুমাল। কোয়েল সিংয়ের পরনে প্য়ান্ট আর টপ। আর তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। অরিজিতকে সামনে থেকে বের হতে দেখে এক মহিলা অনুরাগী আবেগে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন। কোয়েল রায় সিংয়ের ফ্যানপেজ থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ক্যাপশানে লেখা ‘লাভবার্ড’। আগেও বহুবার অরিজিৎ ও কোয়েলের একসঙ্গে বাইকে চড়ে ঘোরার ভিডিয়ো সামনে এসেছে।
আরও পড়ুন-শাশুড়ি মায়ের সামনেই দীর্ঘক্ষণ মুকেশ আম্বানিকে জড়িয়ে থাকলেন দীপিকা! ভাইরাল ভিডিও
আরও পড়ুন-শার্ট পরে গামছা কাঁধে, ঠোঁটের উপর গোঁফ আর গালে আঁচিল, ছদ্মবেশে কে এই অভিনেত্রী?
অরিজিৎ সিং ও কোয়েল সিংয়ের এই ভিডিয়োটির নিচে ভালোবাসায় ভরিয়েছেন বহু অনুরাগী। শোনা যায়, ২০১৪ সালের ২০ জানুয়ারি তারাপীঠের মন্দিরে বিয়ে সেরেছিলেন অরিজিৎ সিং ও কোয়েল সিং। চুপিসাড়েই বিয়েটা সেরেছিলেন বর্তমান সঙ্গীত দুনিয়ার জনপ্রিয় গায়ক।
অরিজিৎ বলিউডের নামী গায়ক হলেও মুম্বই নয় নিজের হোমটাউন জিয়াগঞ্জেই (মুর্শিদাবাদ) থাকেন তিনি। সেখানে তাঁর সঙ্গে থাকেন তাঁর স্ত্রী আর দুই সন্তান। জিয়াগঞ্জের স্কুলেই পড়ে তাঁর দুই সন্তান। নাম, যশ থাকলেও ছাপোষা জীবনযাপন করতেই পছন্দ করেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবন খুূব বেশি প্রকাশ্যে আনতে পছন্দও করেন না তিনি। এনিয়ে গায়ক এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বিয়ে নিয়ে অনেক জটিলতা হয়েছে, অনেক কিছু সহ্য করেছেন। তাই তিনি চাননা আর কোনও জটিলতা হোক। তাই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান।
For all the latest entertainment News Click Here