বাইকুল্লা ছাড়ার আগে জেলের সঙ্গীদের নাচ! আনন্দে মেতে উঠে আর কী করেছিলেন রিয়া
২০২০ সাল। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে মাদক যোগে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ২৮ দিন মুম্বইয়ের বাইকুল্লা জেলে ছিলেন বলিউডের উঠতি অভিনেত্রী। জীবনের সেই কঠিন অধ্যায় কী ভাবে পার করেছিলেন তিনি? সম্প্রতি তা জানালেন ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজ। সেই সময়ে হাজতে রিয়ার সঙ্গী ছিলেন তিনি।
রাতারাতি পাল্টে যায় জীবন। বিতর্ক হয় সঙ্গী। সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হয় রিয়াকে। ‘খুনী’ তকমা দিয়ে কাঠগড়ায় তুলে দেওয়া হয় তাঁকে। কিন্তু তাতেও রিয়ার মনোবল ভাঙেনি। হাজতেও সকলের সঙ্গে মিলেমিশে ছিলেন তিনি। তারকা-সুলভ কোনও আচরণই লক্ষ্য করা যায়নি।
সুধা জানান, জেল থেকে ছাড়া পাওয়ার দিন অ্যাকাউন্টের অবশিষ্ট টাকা দিয়ে জেলের সঙ্গীদের মিষ্টি খাইয়েছিলেন রিয়া। হাজত ছাড়ার আগে সকলের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন। সঙ্গীদের অনুরোধে নাচও করেছিলেন বলিউড অভিনেত্রী। জেলের সঙ্গীদের অবস্থার কথা নাকি ভাবত তাঁকে। হাজতে যাঁরা থাকেন, তাঁরা প্রত্যেকেই অপরাধী, এমনটাও কখনও মনে করেননি রিয়া।
জামিন পাওয়ার পরেও দীর্ঘ দিন নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রিয়া। সময়ের সঙ্গে একটু একটু করে নিজেকে সামলেছেন তিনি। ফিরেছেন কাজে। গত বছর ‘চেহরে’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
(আরও পড়ুন: গাঁজা কিনে এনে তা সুশান্ত সিং রাজপুতকে দিত রিয়া চক্রবর্তী, চার্জশিটে দাবি NCB-র)
আপাতত শরীরচর্চা, পরিবার এবং কাছের মানুষদের নিয়ে সময় কাটছে রিয়ার। শোনা গিয়েছিল, টলিউডে পা রাখতে পারেন বঙ্গতনয়া। তবে সে বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন রিয়া।
For all the latest entertainment News Click Here