‘বাংলা সিনেমার পাশে শুয়ে যান’, নিজের শহরে প্রথম ছবি ব্রাত্য থাকায় ক্ষুব্ধ বং গাই
কিরণ দত্ত থুড়ি বং গাই। বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতায় থাকলেও আদতে তিনি কৃষ্ণনগরের ছেলে। অথচ সেখানেই নাকি প্রেক্ষাগৃহ পেল না তাঁর প্রথম ছবি!
২৬ অগস্ট মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকা’। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সৌরভ দাস, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, অপরাজিতা আঢ্যদের সঙ্গে অভিনয় করেছেন কিরণ। আগে ওটিটি-তে কাজ করলেও এই প্রথম তিনি বড় পর্দায় পা রাখলেন।
‘কলকাতা চলন্তিকা’-র প্রচারে কোনও ত্রুটি রাখা হয়নি শুরু থেকেই। অভিনব সব কায়দায় দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ছবির কথা। অন্যান্য সহকর্মীদের সঙ্গে পথে নেমেছিলেন কিরণ নিজেও। কিন্তু এত কিছুর পরেও তাঁর শহরে গিয়ে পৌঁছোলো না এই ছবি! আক্ষেপের সুরে কিরণ বলেন, ‘আমার বাবার শরীরটা ভালো নেই। ওঁরা তাই কলকাতা আসতে পারেননি। প্রিমিয়ারে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠেনি।’
(আরও পড়ুন: প্রেম হোক কলরব হোক পাভেলের ‘কলকাতা চলন্তিকায়’, মুক্তি পেল ছবির ট্রেলার)
অগত্যা কৃষ্ণনগরেই ছেলের ছবি দেখার পরিকল্পনা করেছিলেন কিরণের অভিভাবক। কিন্তু আপাতত তা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে ‘বং গাই’-এর বক্তব্য, ‘কৃষ্ণনগরে দুটো হল আছে। সেখানে অন্যান্য সিনেমা চলছে। কিন্তু আমার ছবি চলছে না। এটা দুঃখজনক।’
(আরও পড়ুন: পোস্তা ব্রিজ ভাঙার ছ’বছর পার!কেমন আছে শহর? মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’র পোস্টার)
কিরণ জানিয়েছেন, মধ্যমগ্রাম-সহ আরও বেশ কিছু জায়গায় ভালো শো-টাইম পায়নি ‘কলকাতা চলন্তিকা’। নিছক নতুন প্রযোজনা সংস্থার ছবি বলেই প্রাথমিক ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে মনে করছেন তিনি।
কিরণের বিশ্বাস, দর্শকদের উৎসাহেই আরও বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং ভালো শো-টাইম পাবে তাঁর ছবি। সকলকে তাই ‘কলকাতা চলন্তিকা’ দেখতে আসার অনুরোধ করেছেন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ‘বং গাই’ বলে ওঠেন, ‘এই মুহূর্তে তো এই স্লোগানটা চলছে! বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে বসুন, বাংলা সিনেমার পাশে শুয়ে যান।’
‘কলকাতা চলন্তিকা’ হতাশ করবে না দর্শককে, আশ্বাস দিয়েছেন কিরণ। আপাতত তাঁদের প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে তিনি।
For all the latest entertainment News Click Here