বাংলা বর্ষশুরুর দিনই খারাপ খবর, গরমে মৃত্যু হল এক যাত্রা শিল্পীর
গরমের দাবদাহে পুড়ছে কলকাতা সহ গোটা রাজ্য। বৈশাখের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁয়েছে। এদিকে বাংলা নববর্ষের শুরুর দিনেই এলো খারাপ খবর। মৃত্যু হল চিৎপুর যাত্রা পাড়ার প্রথম সারির এক শিল্পীর। মৃতের নাম অনাথ বন্ধু রায়, বয়স ৭০। ঘটনাটি ঘটে শনিবার, বাঁকুড়ার সোনামুখী থানার ডিহি পাড়া এলাকায়।
জানা যাচ্ছে, অনাথ বন্ধু রায় যে যাত্রাদলে কাজ করতেন সেটির নাম প্রভাস অপেরা। ওই যাত্রালের সদস্যরা জানান, এদিন তাঁরা গাজন উপলক্ষ্যে সোনামুখীর ডিহি পাড়া গ্রামে যাত্রা করতে গিয়েছিলেন। সেখানেই বরিষ্ঠ যাত্রাশিল্পী অনাথ বন্ধু রায় গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন। যদিও তাঁর আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, তার উপর বাঁকুড়ার মাত্রাতিরিক্ত গরমে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তাঁর সহ শিল্পীরা তাঁকে সঙ্গে সঙ্গে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় ওই যাত্রাশিল্পীর।
আরও পড়ুন-‘ছোটবেলায় বাবার দোকানের মিষ্টির বাক্স বানাতাম, ভাইবোনেরা জামা অদলবদল করে পরতাম’
![<p>গরমে যাত্রাশিল্পীর মৃত্যু</p> <p>গরমে যাত্রাশিল্পীর মৃত্যু</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/04/16/original/55445_1681631265728.jpg)
গরমে যাত্রাশিল্পীর মৃত্যু
প্রভাস অপেরা যাত্রা দলের মৌসুমী চট্টোপাধ্যায় নামে এক শিল্পী জানান, ‘এখানে তো ভীষণই গরম, বাসে সবশিল্পীরাই ছটফট করছিলেন। উনি অসুস্থ হয়ে পড়েন, তখন বিকেল ৫টা বাজে, ওঁকে আমরা হাসপাতালে আনি। গরমের কারণেই ওঁর স্ট্রোক হয়ে গিয়েছে বলে মনে হয়। আমরা খুবই মর্মাহত, বিষয়টা মানতে পারছি না।’ আরও এক শিল্পী অনীক বন্দ্যোপাধ্যায় জানান,’একে গরম, তারমধ্যে উনি খাদ্যরসিক মানুষ, এখানে এসে খাওয়াদাওয়ার অনিয়ম করেছিলেন। তারমধ্যে ইনহেলার আনেননি, সবমিলিয়ে সমস্যা হয়। উনি প্রায় ৪০ বছর সুনামের সঙ্গে যাত্রাদলে কাজ করে চলেছেন। আজ ওঁর মৃত্যুতে আমাদের সকলেরই মন খারাপ।’
এই ঘটনায় ওই যাত্রা সংস্থার শিল্পীরা গভীরভাবে শোকাহত। এই ঘটনায় তাঁরা সেদিনের মতো শো বাতিল করে দেন। অন্যদিকে, মৃতদেহটি বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
For all the latest entertainment News Click Here