বাংলা নয় কেরলকে ধন্যবাদ জানালেন ব্রাজিল তারকা নেইমার
কাতার বিশ্বকাপ একেবারে শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছে। ৩২ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ ক্ল্যাইম্যাক্স বাকি। রবিবার ১৮ ডিসেম্বর চলতি বিশ্বকাপের মেগা ফাইনাল। দুই হেভিওয়েট টিম ফ্রান্স-আর্জেন্তিনার মহারণ। লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের ডুয়েল দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তবে এ সবের মাঝেই নেইমার নতুন করে ভারতীয় ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছেন।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল ব্রাজিল। শেষ আটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে সব স্বপ্ন ভেঙে যায় নেইমারদের। অথচ ব্রাজিল এ বারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ছিল। কিন্তু সেমিফাইনালেই পৌঁছতে পারেনি তারা। যাতে বিশ্ব জুড়ে ব্রাজিল সমর্থকদের মন ভেঙেছিল। ভারত জুড়েও ব্রাজিলের সমর্থক মোটেও কম নেই। বিশ্বকাপের শুরু থেকে ফুটবল উন্মাদনায় ব্রাজিল, আর্জেন্তিনা, পর্তুগালে ভাগাভাগি হয়ে গিয়েছিল সমর্থন।
আরও পড়ুন: FIFA WC 2022-এর পুরস্কারমূল্য শুনলে চোখ ছানাবড়া হবে, লজ্জা পাবে IPL,অলিম্পিক্সও
কেরলও আক্রান্ত বিশ্বকাপ জ্বরে। প্রিয় দলের তারকা ফুটবলারদের সমর্থনে পোস্টার, কাট আউট লাগানো হয়েছিল বিভিন্ন এলাকায়। বিশ্বকাপ শুরুর সঙ্গে সঙ্গে কোঝিকোড় জেলায় পুল্লাভুর নদীর উপর পেল্লাই সাইজের নেইমারের কাট আউট লাগানো হয়েছিল। শুধু নেইমার নন, মেসি-রোনাল্ডোদেরও কাট আউট লাগানো হয়। বিশাল মাপের সেই কাট-আউটগুলো গোটা বিশ্বের ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল। কেরলের ফুটবল প্রেমীদের এই আবেগ রীতিমতো ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: প্রথম বার গোল্ডেন বুটের লড়াইয়ে একই ক্লাবের দুই তারকা! মেসি না এমবাপে- জিতবেন কে?
আর তাঁর প্রতি কেরলের এই ভালোবাসার কথা জানতে পেরেছেন নেইমার নিজেও। এমন কী কেরলের ফুটবল-প্রেমীদের লাগানো তাঁর পেল্লাই সাইজের কাট-আউট নজরে পড়েছে নেইমারেরও। তিনি তার পরেই কেরলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘স্নেহ, পৃথিবীর সমস্ত শিল্প থেকেই আসে। অনেক ধন্যবাদ, কেরল, ভারত।’
এর আগে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফার তরফে পুল্লভুর নদীতে একের পর এক সুপারস্টারদের কাট-আউটের ছবি শেয়ার করে লেখা হয়েছিল, ‘ফিফা বিশ্বকাপ জ্বরে আক্রান্ত কেরল।’
বিশ্বকাপের ব্রাজিলের হেক্সা মিশন পূর্ণ না হওয়ায় বিশ্বব্যাপী সেলেকাও ফ্যানেরা হতাশ হয়েছেন। নেইমারের ব্রাজিল এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে দুই মহাতারকার বিশাল কাট-আউট খুলে ফেলা হয়। পুল্লাভুর নদীতে কেবল রয়ে গিয়েছে লিওনেল মেসিরই কাট-আউট।
For all the latest Sports News Click Here