বাংলায় তৃণমূলের হয়ে প্রচার করবে সোনাক্ষী, কবে আসছেন তিনি শত্রুঘ্নর সাথে আসানসোলে
বাবা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)-র হয়ে রাজনীতির মাঠে দেখা মিলবে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)র। তাও আবার এই বাংলাতেই তিনি চালাবেন ভোটের প্রচার। আসানসোল লোকসভা আসনে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার পর থেকেই সোনাক্ষীকে দেখার আশায় বুক বেঁধেছেন আসানসোলের বাসিন্দারা। জোর কদমে প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেওয়াল লেখার কাজ শুরু। এবার শুধু রাস্তায় নেমে প্রচার করা বাকি।
শত্রুঘ্ন জানিয়ে দিয়েছেন ভোটের প্রচারে আসানসোলে আসবেন মেয়ে সোনাক্ষী। আর তাতেই যেন উত্তেজনার পারদ আরও বেড়েছে। ইতিমধ্যেই সোনাক্ষী -শত্রুঘ্নর ছবি পাশাপাশি রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে সেখানকার শাসক দলের যুব সংগঠন। বাবার মতো ‘দাবাং’ অভিনেত্রীও সবাইকে খামোশ বলেন কি না এখন সেটাই দেখার অপেক্ষা।
তিনি প্রথমে বিজেপিতে ছিলেন। তারপর কংগ্রেস ঘুরেই ঘাসফুল শিবিরে যোগ দেন এই বর্ষীয়ান অভিনেতা। বিহারের রাজনীতির ময়দানে তিনি আছেন বহুদিন ধরেই। কিন্তু বাংলার সিটে যে তাঁর দেখা মিলতে পারে তা ভাবতে পারেননি অনেকেই। ইতিমধ্যেই তাঁকে ‘বহিরাগত’, ‘বিহারী বাবু’র তকমা সেঁটে দিচ্ছে বিরোধি দলগুলো। যদিও শত্রুঘ্ন-র দাবি তিনি দেশের সেবা করছেন। তিনি এই দেশেই জন্মেছেন। তাই বহিরাগত কথাটার কোনও মানেই হয় না!
শত্রুঘ্ন জানিয়েছেন, ‘আমাদের মতো লোকেরা অল ইন্ডিয়া ফিগার। আমারা যে খ্যাতি পেয়েছি তাতে গোটা দেশের ভূমিকা রয়েছে। সেই খ্যাতিতে অন্ধ্র, তামিলনাড়ু, বিহার, বাংলা সব রাজ্যের সমান অবদান রয়েছে। এটা একটাই দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের, আমাদের সবার। তাই বিহারে রাজনীতি করার পর যখন আমি বাংলায় রাজনীতি করছি, তখন সেটাও আমি দেশের জন্যই রাজনীতিই করছি।’
For all the latest entertainment News Click Here