বাংলার ঈশ্বরনকে ট্রায়ালে ডাকল সৌরভের দিল্লি ক্যাপিটালস
শুভব্রত মুখার্জি: ২০২৩ সালের আইপিএল শুরু হওয়ার আগেই নিলামে অবিক্রিত থেকে যান প্রিয়ম গর্গ এবং অভিমন্যু ঈশ্বরন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করার পরেও আইপিএলে ভাগ্যের শিকে ছেঁড়েনি ঈশ্বরনের। অন্যদিকে আইপিএলে মোটামুটিভাবে সানরাইজার্স হায়দরাবাদের মতন ফ্রাঞ্চাইজির হয়ে নিয়মিত খেলা প্রিয়ম গর্গকেও এবারের নিলামে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্রাঞ্চাইজি। তবে ২০২৩ আইপিএলের মাঝপথেই কি ভাগ্য বদলাতে চলেছে দুই প্রতিভাবান ক্রিকেটারের? বুধবারেই দিল্লি ক্যাপিটালস দলের তরফে ট্রায়ালে ডাকা হয়েছে এই দুই ক্রিকেটারকে। চলতি মরশুমে দিল্লির ব্যাটিং পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ঋষভ পন্তের অনুপস্থিতিতে তাঁদের মিডল অর্ডার বারবার সমস্যায় পড়েছে। সেই ফাঁকফোকর ঢাকতেই ঈশ্বরন-গর্গদের এবার ট্রায়ালে ডেকেছে দিল্লি– এমনটাই মনে করছেন সকলে।
দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মরশুমে যারা খেলছেন, যাদের উপর ভরসা করেছিল ম্যানেজমেন্ট তাদের অনেকেই হতাশ করেছেন। রান পাচ্ছেন না পৃথ্বী শ, যশ ধুল, ললিত যাদবরা। পরপর ম্যাচে তাদের খারাপ পারফরম্যান্সে ম্যানেজমেন্টও বেশ অখুশি। তাই অনেকেই মনে করছেন বাধ্য হয়েই লাল বলের স্পেশালিস্ট ক্রিকেটার বলে পরিচিত ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকেও ট্রায়ালে ডাকতে বাধ্য হয়েছে দিল্লি।
সংবাদসংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আইপিএলে একটি ফ্রাঞ্চাইজি তাদের দলে সর্বাধিক ২৫ জন ক্রিকেটারকে নিতে পারে। দিল্লির স্কোয়াডে এই মুহূর্তে ২৫ জন ক্রিকেটার রয়েছেন। এখন দেখার এদের মধ্যে কাউকে দিল্লি পরিবর্তন করে কিনা! এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনকেই (ঈশ্বরন-গর্গ) ট্রায়ালে ডেকেছে দিল্লি।’ দিল্লির স্কোয়াডে থাকা বাঁহাতি পেসার খলিল আহমেদের ফিটনেস সমস্যা রয়েছে। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। দিল্লির তরফে আশা করা হচ্ছে খলিল দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ঈশ্বরনকে ট্রায়ালে ডাকা নিয়ে অনেকেই বিস্মিত। কারণ ৫০ ওভারের ক্রিকেটেও এই মুহূর্তে ভারতীয় দল বা ‘এ’ দলের হয়ে ঈশ্বরনের খেলার সম্ভাবনা খুব কম। ঘরোয়া ক্রিকেটেও মাত্র ২৭টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ১০ বছরের কেরিয়ারে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১২১। অন্যদিকে একদা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ ইতিমধ্যেই দুটি আইপিএলের মরশুমে খেলে ফেলেছেন। ৪৪টি টি-২০ ম্যাচে তাঁর গড় ১৭। স্ট্রাইক রেট ১১৫। পাশাপাশি চোটের কবলে পড়েছেন পেসার কমলেশ নাগারকোটিও। ফলে বৃহস্পতিবারের ম্যাচে তার থাকার কোনও সম্ভাবনা নেই।
For all the latest Sports News Click Here