বাংলায় অনেক ধর্ম-বর্ণের মানুষ! ‘দ্য কেরালা স্টোরি’ ব্যান রাখতে সওয়াল রাজ্যের
পশ্চিমবঙ্গের জনতাত্ত্বিক গঠন আলাদা। সেই বিষয়টি বিবেচনা করেই বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে এমনই সওয়াল করল পশ্চিমবঙ্গ সরকার। যদিও সেই যুক্তি ধোপে টেকেনি। বরং শীর্ষ আদালতের বক্তব্য, যদি কোনও একটি এলাকায় সমস্যা থাকে, সেজন্য পুরো রাজ্যে (সিনেমা) নিষিদ্ধ করা যায় না।’ সেইসঙ্গে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আপনার কোনও সিনেমা ভালো না লাগলে দেখবেন না।’
গত ৮ মে ‘দ্য কেরালা স্টোরি’-র প্রদর্শন নিষিদ্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ‘দ্য কেরালা স্টোরি’-র প্রয়োজক সানসাইন পিকচার প্রাইভেট লিমিটেড এবং বিপুল শাহ। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, পশ্চিমবঙ্গের জনতাত্ত্বিক গঠন একেবারে আলাদা। মহারাষ্ট্রের আকোলা জেলায় যেরকম হিংসা হয়েছে, তা যাতে কোনওভাবে পশ্চিমবঙ্গে না ছড়ায়, সেজন্যই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন: লোভী নই, দ্য কাশ্মীর ফাইলসের সঙ্গে কোনও লড়াই নেই: দ্য কেরালা স্টোরির প্রযোজক
যদিও সুপ্রিম কোর্টে সেই যুক্তি ধোপে টেকেনি। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ‘আমি এটা ভেবে নিতে পারেন না যে পুরো রাজ্যে একইরকম জনতাত্ত্বিক গঠন থাকবে। যে ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে, সেটার ক্ষেত্রে সাম্য থাকতে হবে। কোনও ধরনের অসহিষ্ণুতা বরদাস্ত করা হবে না। যদি কোনও একটি এলাকায় সমস্যা থাকে, সেজন্য পুরো রাজ্যে (সিনেমা) নিষিদ্ধ করা যায় না।’
আরও পড়ুন: The Kerala Story Ban Case: মমতার নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বাংলায় চলবে ‘দ্য কেরালা স্টোরি’
সেইসঙ্গে শীর্ষ আদালত মন্তব্য করেছে, ‘যদি আপনারা ১৩ জন লোক বেছে নেন এবং তাঁরা যে কোনও সিনেমাকে নিষিদ্ধ করে দিতে বলবেন। সেটা যদি কার্টুন না হয়। (পশ্চিমবঙ্গ সিনেমা নিয়ন্ত্রণ আইনের) ছয় নম্বর ধারার আওতায় আপনি কখনও জনগণের অসহিষ্ণুতাকে রক্ষাকবচ দিতে পারেন না। নাহলে সব সিনেমার ভাগ্যই এরকম হবে (অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করে হবে)। জনগণ কীভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করবেন, সেটার ভিত্তিতে বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে মৌলিক অধিকারকে যুক্ত করতে পারেন না। যদি আপনার কোনও সিনেমা ভালো না লাগে, তাহলে দেখবেন না।’ সেইসঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here