বাংলাদেশ সফরের প্রাথমিক দল ঘোষণা করল শ্রীলঙ্কা
শুভব্রত মুখার্জি: চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশের আর্থিক দুরাবস্থা চরমে। খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। সারা দেশে যখন এমন টালমাটাল অবস্থা তখন আশঙ্কা দেখা দিয়েছিল তাদের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও। তবে আপাতত সেই আশঙ্কা কাটিয়ে বাংলাদেশ সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
প্রসঙ্গত এবারের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। এই টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন রোশন সিলভা ও ওশাদা ফার্নান্দো। উল্লেখ্য লঙ্কাদের শেষ সফরে অর্থাৎ ভারত সফরের দলে থাকা দুই ক্রিকেটার লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালঙ্কার ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি।
ঘরোয়া ক্রিকেটের চার দিনের টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর করা কামিন্দু মেন্ডিসেরও জায়গা পাননি বাংলাদেশ সফরের এই দলে। প্রাথমিক স্কোয়াড থেকে পরবর্তীতে ১৮ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হবে এসএলসির তরফে। সিরিজ খেলতে আগামী ৮ মে লঙ্কান দল ঢাকায় আসবে। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলা হবে। ২৩ মে থেকে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
∆ একনজরে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড :
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক),
ওশাদা ফার্নান্দো,
পাথুম নিশঙ্ক,
অ্যাঞ্জেলো ম্যাথুজ,
কামিল মিশারা,
কুশল মেন্ডিস,
রোশেন সিলভা,
নিরোশান ডিকওয়েলা,
দিনেশ চান্দিমাল,
রমেশ মেন্ডিস,
চামিকা করুণারত্নে,
কাসুন রাজিথা,
বিশ্ব ফার্নান্দো,
দিলশান মাধুশঙ্কা,
শিরান ফার্নান্দো,
মহম্মদ শিরাজ,
প্রবীণ জয়াবিক্রমা,
লাসিথ এম্বুলদেনিয়া,
জেফ্রি বন্দরসে,
লাকশিথা মুনাসিংগে
ও সুমিন্দা লক্ষণ।
For all the latest Sports News Click Here