বাংলাদেশ বানান ভুল লিখে বিতর্কে সানি, কটাক্ষ ‘আগে বানান শিখুন তারপর এদেশে আসবেন’
গত সপ্তাহে নানা বিতর্কের মাঝে বাংলাদেশে পা রেখেছিলেন সানি লিওনি। তার আগের দু’দিন ধরে বারবার জানা যাচ্ছিল সানির সেদেশে পা রাখা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে, কখনও জানা যাচ্ছিল ভিসা বাতিল হয়েছে। তবে সেসবের মাঝেই বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। স্বামী ড্যানিয়েলের সাথে তোলেন ফোটো। আর সেই ফোটোর ক্যাপশন লিখতে গিয়েই করে করে ফেলেন গড়বড়।
ছবিটির ক্যাপশনে সানি লিওনি লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’ তবে সানির ব্যবহার করা হ্যাশট্যাগে চোখ আটকে যায় নেটিজেনদের। আর সেখানেই দেখা যায় দেশটির নামের বানান ভুল লিখেছেন তিনি। সানি লিখেছেন, ‘#bangledesh’। এর জন্য বাংলাদেশীদের প্রবস সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। কমেন্টস বক্সে অনেকেই তাঁর ভুল ধরিয়ে দিয়েছেন। বাংলাদেশের অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, ‘It should be #Bangladesh not #Bangledesh’।
কেউ কেউ লিখেছেন, ‘আগে দেশটির নামের সঠিক বানান জানুন, তারপর দেশে পা রাখবেন’। আরেকজন লিখেছেন, ‘এই মেয়েটাকে এরপর যেন আর কখনও ভিসা দেওয়া না হয়’। সানির নিন্দে করে আরেকজন লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত আপনার। ক্ষমা চেয়ে পোস্ট করুন।’
প্রসঙ্গত, গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নির মেয়ে নাজিশ আরমানের রিপেসন পার্টি ছিল তারকাখচিত। সেখানেই বাংলা গান ‘দুষ্টু পোলাপান’-এ জমিয়ে নাচেন তিনি। নিজের ডান্স মুভস দিয়ে চোখ কাপেল তোলেন অতিথিদের। তবে তিনি ওয়ার্ক ভিসা পাননি। টুরিস্ট ভিসায় গিয়েছিলেন পড়শি দেশে।
For all the latest entertainment News Click Here