বাংলাদেশে সেঞ্চুরি করেও বাদ গিল, নাগপুর টেস্টে কেন সূর্যকুমারকে বেছে নিল ভারত?
নাগপুর টেস্ট শুরুর আগে থেকেই জল্পনা চলছিল যে, শুভমন গিল নাকি সূর্যকুমার যাদব, ভারতের প্রথম একাদশে শিকে ছিঁড়বে কার ভাগ্যে? জবাব মেলে ম্যাচ শুরুর ঠিক আগে। গিলকে টপকে ভারতের প্রথম একাদশে ঢুকে পড়েন সূর্যকুমার। উল্লেখ্য, ভারতের সাদা জার্সিতে এই প্রথমবার মাঠে নামার সুযোগ পেলেন সূর্য।
একা সূর্যকুমারই নন, নাগপুর টেস্টে ভারতের টেস্ট ক্যাপ হাতে পান কেএস ভরতও। ঋষভ পন্ত মাঠের বাইরে। তাই উইকেটকিপার হিসেবে ভরত অথবা ইশান কিষাণের মধ্যে কোনও একজনের টেস্ট অভিষেক বাঁধা ছিল। এক্ষেত্রে ইশানকে টেক্কা দেন ভরত।
২০১৩ সালের নভেম্বরে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই সঙ্গে টেস্ট অভিষেক হয় রোহিত শর্মা ও মহম্মদ শামির। ২০২০ সালে মোলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই সঙ্গে টেস্ট অভিষেক হয় শুভমন গিল ও মহম্মদ সিরাজের। এবার নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে একই সঙ্গে ভারতের টেস্ট ক্যাপ হাতে পেলেন সূর্যকুমার যাদব ও কেএস ভরত।
গিল নাগপুর টেস্টে মাঠে নামার সুযোগ পাননি। রোহিত, শামি ও সিরাজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে লড়াই চালাচ্ছেন।
শ্রেয়স আইয়ারের চোট, তাই ভারতকে মিডল অর্ডারে কাউকে সুযোগ দিতেই হতো। সেক্ষেত্রে সূর্যকুমার যাদব ও শুভমন গিলের বিকল্প হাতে ছিল ভারতের। তবে গিল যেহেতু ওপেন করতে নামেন, তাই তাঁকে টপকে দলে ঢুকে পড়েন সূর্যকুমার।
উল্লেখযোগ্য বিষয় হল, রোহিতের অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ওপেন করতে নেমে দুর্দান্ত শতরান করেন গিল। রোহিত দলে ফিরতে তাঁকে বাদ পড়তে হয় প্রথম একাদশ থেকে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে সুযোগ ছিল লোকেশ রাহুলকে মিডল অর্ডারে খেলিয়ে গিলকে ওপেন করতে পাঠানোর। তবে সূর্যকুমার দুর্দান্ত সব সুইপ শট খেলতে পারেন বলেই সম্ভবত তাঁকে মাঠে নামায় ভারত। তাছাড়া পন্তের অনুপস্থিতিতে সূর্যকুমার মিডল অর্ডারে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে পারবেন বলেই তিনি অগ্রাধিকার পান।
পন্তের অনুপস্থিতির জন্যই নাগপুরে টেস্ট অভিষেক হয় উইকেটকিপার কেএস ভরতের। স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটে হাত পাকিয়ে ফেলা ইশান কিষাণের বিকল্প থাকলেও ভরতকেই প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। কেননা ভরত বেশ কিছুদিন ধরেই রিজার্ভ উইকেটকিপার হিসেবে ভারতের টেস্ট দলের সঙ্গে ছিলেন।
নাগপুর টেস্টে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
For all the latest Sports News Click Here