বাংলাদেশে জঘন্য আম্পায়ারিং, ভারতীয় হাইকমিশনারকে সম্মান দেওয়া হল না, ক্ষোভ হরমনের
ম্যাচের মধ্যে মেজাজ হারিয়েছিলেন। আর ম্যাচের শেষে পুরোপুরি বিস্ফোরণ ঘটালেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শনিবার মীরপুরে ভারত-বাংলাদেশের একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ টাই হওয়ার পর (সিরিজও ১-১ হয়ে থাকল) হরমনপ্রীত দাবি করেন, বাংলাদেশ সফরে আম্পায়ারিংয়ের মান একেবারে জঘন্য ছিল। যেরকম আম্পায়ারিং হয়েছে, তাতে হতবাক পুরো ভারতীয় দল। এবার বাংলাদেশে এসে যেরকম আম্পায়ারিংয়ের সাক্ষী থাকলেন, তাতে পরেরবার থেকে প্রস্তুতি নিয়েই আসবেন যে এরকম জঘন্য আম্পায়ারিং হবে। সেইসঙ্গে গ্যালারিতে হাজির থাকা সত্ত্বেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে না ডেকে অসম্মান করা হয়েছে বলেও ক্ষোভপ্রকাশ করেন হরমন।
আরও পড়ুন: IND vs BAN: বাংলাদেশে গিয়ে শাকিব হলেন হরমন? আউট হয়ে ভাঙলেন স্টাম্প, তর্ক আম্পায়ারের সঙ্গে
মীরপুরে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক হরমন বলেন, ‘আমার মতে, এই ম্যাচ (ভারত-বাংলাদেশের তৃতীয় একদিনের ম্যাচ) থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ক্রিকেট ছাড়াও যেরকম আম্পায়ারিং হল, তাতে আমরা হতবাক। পরেরবার যখন আমরা বাংলাদেশে আসব, তখন আমরা নিশ্চিত করব যে আমাদের এরকম আম্পায়ারিংয়ের মধ্যে খেলতে হবে। সেইমতো প্রস্তুতিও নেব আমরা।’
আরও পড়ুন: IND-W vs BAN-W: হরমন বিতর্কের পর ভারতের ব্যাটিং ধস, ম্যাচ টাই, বাংলাদেশের বিরুদ্ধে ODI সিরিজ ড্র
আম্পায়ারদের উপর ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন হরমন। তবে ম্যাচটা যে টাই হয়েছে, সেটার জন্য আম্পায়ারদেরই দুষেছেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘ওর (বাংলাদেশ) ভালো ব্যাটিং করেছিল। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছিল। ওরা সিঙ্গল নিচ্ছিল। যেগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। তারইমধ্যে আমরা রান খরচ করে ফেলছিলাম। আমরা ম্যাচটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করছিলাম। কিন্তু একটু আগেই যেটা বললাম, (সেটাই আবার বলতে চাই)। জঘন্য আম্পায়ারিং হয়েছে। আম্পায়ারদের কয়েকটি সিদ্ধান্তে আমরা চূড়ান্ত হতাশ।’
সেখানেই থামেননি হরমন। মাঠে হাজির থাকলেও ভারতীয় হাইকমিশনারকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা না হওয়ায় ক্ষোভ উগরে দেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘’ভালো ম্যাচ হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছি আমরা। শেষে বলতে চাই যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারও এখানে আছেন। এখানেও (পুরস্কার বিতরণী মঞ্চে) তাঁকে ডাকতে পারতেন। কিন্তু সেটাও ঠিক আছে। এখানে আসার জন্য ধন্যবাদ স্যার।’
এমনিতে শনিবার মীরপুর বাংলাদেশের ২২৬ রান তাড়া করতে নেমে ৩৪ তম ওভারে হরমন আউট হয়ে যাওয়ার পরই হোঁচট যায় ভারত। ৪৯.৩ ওভারে ২২৫ রান অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। টাই হয়ে যায় ম্যাচ। তবে নিজের আউট নিয়ে একেবারে খুশি হতে পারেননি হরমন। ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। তারপর আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। তিনি কী বলতে চাইছিলেন, তা অবশ্য এখনও জানাননি হরমন।
For all the latest Sports News Click Here