বাংলাদেশে ‘অভ্যবতার’ জন্য হরমনকে কঠোর শাস্তি ICC-র, সাসপেন্ড করা হল ২ ম্যাচে
বাংলাদেশে ‘অভ্যবতা’-র জেরে কড়া শাস্তির মুখে পড়লেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁকে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য সাসপেন্ড করে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (আইসিসি)। মঙ্গলবার আইসিসির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুটি ক্ষেত্রে আইসিসির ‘কোড অফ কনডাক্ট’ লঙ্ঘন করেছেন হরমন। যিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। মেনে নিয়েছেন সাসপেনশনের শাস্তিও। তাই কোনওরকম শুনানির প্রয়োজন হয়নি বলে আইসিসির তরফে জানানো হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে দোষ করায় নির্বাসিত হলেও হরমনের উপর যে সাসপেনশন লাগু হয়েছে, তাতে ভারত এরপর যে দুটি আন্তর্জাতিক ম্যাচে (সেটা টি-টোয়েন্টি হোক, টেস্ট হোক বা একদিনের ম্যাচ) খেলবে, সেখানে খেলতে পারবেন না তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নিজের সীমা ছাড়িয়েছেন হরমনপ্রীত! বর্তমান ক্যাপ্টেনের আচরণে অবাক কিংবদন্তি
হরমন যে কারণে শাস্তির মুখে পড়েছেন, তা গত শনিবার ঢাকার মীরপুর স্টেডিয়ামে হয়েছিল। তৃতীয় একদিনের ম্যাচের সময় ভারতীয় ইনিংসের ৩৪ তম ওভারে তাঁকে আউট দেন অনফিল্ড আম্পায়ার তনভির আহমেদ। সেইসময় মেজাজ হারিয়ে ফেলেন হরমন। ব্যাট দিয়ে ভেঙে দেন স্টাম্প। আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। আইসিসির তরফে জানানো হয়েছে, স্টাম্প ভেঙে দেওয়ায় ‘লেভেল ২ অফেন্সে’ দোষী সাব্যস্ত হয়েছেন হরমন। তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। সঙ্গে ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ‘আইসিসির কোড অফ কনডাক্ট’-র ২.৮ ধারা লঙ্ঘন করেছেন ভারতীয় অধিনায়ক।
আরও পড়ুন: Harmanpeet after IND vs BAN ODI: বাংলাদেশে জঘন্য আম্পায়ারিং, ভারতীয় হাইকমিশনারকে সম্মান দেওয়া হল না, ক্ষোভ হরমনের
তবে সেখানেই শেষ হয়নি হরমনের শাস্তির তালিকা। সেই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগরে দেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন যে জঘন্য আম্পায়ারিং হয়েছে। পরেরবার যখন বাংলাদেশ সফরে আসবেন, তখন এরক জঘন্য আম্পায়ারিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। যা আইসিসির ‘কোড অফ কনডাক্ট’ অনুযায়ী ‘লেভেল ১’ শাস্তির আওতায় পড়ে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক ম্যাচের কোনও ঘটনা নিয়ে জনসমক্ষে সমালোচনা করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
তবে এই প্রথম আইসিসির ‘কোড অফ কনডাক্ট’ ভাঙলেন না হরমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৭ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে একা হাতে ভারতকে জেতালেও রান নেওয়ার সময় দীপ্তি শর্মার সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে হেলমেট ছুড়ে ফেলে দেওয়ায় ‘লেভেল ১ অফেন্সে’ দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে সেইসময় সাসপেনশনের মুখে পড়তে হয়নি। এবার জোড়া বিপদ নিয়ম লঙ্ঘনে সেটাই হল। যিনি ২০১৬ সাল থেকে আইসিসি সরকারিভাবে ‘কোড অফ কনডাক্ট’ চালু করার পর থেকে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ‘লেভেল ২ অফেন্সে’ দোষী সাব্যস্ত হলেন।
For all the latest Sports News Click Here