বাংলাদেশের সঙ্গেই আম্পায়াররা একটু বেশিই ভুল সিদ্ধান্ত দিয়েছে- খালেদ মাহমুদ
২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের গ্রুপে ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে আইসিসি-র এই টুর্নামেন্ট বিদায় নিয়েছে বাংলাদেশ দল। ৫ ম্যাচ খেলে শুধু নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতেছে টাইগাররা। তিন বড় দল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে হারতে হেরেছে শাকিব আল হাসানদের।তবে এরপরেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তাঁর দাবি, ‘প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা মোটেই একেবারে খারাপ করিনি।’
আরও পড়ুন… নতুন ‘Mr 360’ সূর্যকুমার ফ্লপ হলে ভারতের ১৪০-১৫০ রান তোলাটা চাপের হবে- গাভাসকর
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আরও বলেন, ‘চাপ সামলানোর অভিজ্ঞতা না থাকায় ভারত-পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ক্রিকেটাররা।’ তবে, তারুণ্যনির্ভর নতুন এই দলটার মাঝে ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা দেখছেন সুজন। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ভালো পারফর্ম করে সব সমালোচনার জবাব দিয়েছেন বলেও বিশ্বাস তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে ফর্ম নিয়ে সমালোচনার মধ্যে ছিলেন ওপেনার নাজমুল হোসেন। সুপার টুয়েলভে তাঁর দুটি ফিফটি (৭১ ও ৫৪) তুলে নেওয়ার প্রশংসা করে মাহমুদ বলেছেন, ‘শান্তকে নিয়ে এতো কথা হওয়ার পরও ও যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেটা আউট অব দ্য বক্স। ওর ওপর যে চাপ ছিল সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। কিন্তু ও করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।’
আরও পড়ুন… সে যেন অন্য গ্রহ থেকে এসেছে, বোলাররা কোথায় যাবে- সূর্যে মোহিত ওয়াসিম-ওয়াকার
টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করল বাংলাদেশ? টিম ডিরেক্টর খালেদ মাহমুদের দাবি, শাকিব আল হাসানের দল একেবারে খারাপ করেনি। অ্যাডিলেড থেকে বাংলাদেশের বিমান ধরার আগে সংবাদমাধ্যমের কাছে মাহমুদ দাবি করেন, প্রতি ম্যাচেই দল উন্নতি করেছে। তবে বাংলাদেশের সঙ্গে আম্পায়ারের ‘ভুল সিদ্ধান্ত’ দেওয়ার ঘটনা একটু বেশিই ঘটেছে বলে মনে করেন প্রাক্তন এই অধিনায়ক।
খালেদ মাহমুদ শুধু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নয়, ভারতের বিরুদ্ধে ম্যাচেও বাজে আম্পায়ারিংয়ের প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, ‘ম্যাচে ভুল সিদ্ধান্ত হয়। কিন্তু আমাদের সঙ্গে একটু বেশিই ভুল সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচে শাকিবের আউটটা আমরা কেউই মেনে নিতে পারিনি। ভারতের সঙ্গে ম্যাচেও এমন দু-একটি ভুল সিদ্ধান্ত হয়েছিল।’ তবে বাজে আম্পায়ারিং নিয়ে এখন আর কিছু করার নেই বলে মনে করেন খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘এখন আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছুই করার থাকে না। পরে অভিযোগ করলেও তো ম্যাচটা আর ফিরে আসবে না।’
For all the latest Sports News Click Here