বাংলাদেশের শাকিবের তৃতীয় বউ পূজা চেরি? ফেসবুকে হুমকিভরা পোস্ট নায়িকার
Shakib Khan And Puja Cherry News Update: শাকিব খান বিতর্ক যেন কমারই নাম নিচ্ছে না! অপু বিশ্বাস, শবনম বুবলীর পর গোটা ঘটনায় আরও একটা নাম জড়িয়েছে। আর তা হল বাংলাদেশের উঠতি নায়িকা পূজা চেরি। পূজা আমারেকিার ভিসা পাওয়ার পর থেকেই আগুনে যেন ঘি পড়ে। সেদেশের একাধিক সংবাদমাধ্যমের দাবি, সন্তান হওয়ার পর বুবলীকেও তালাক দিয়েছেন শাকিব। এমনকী, মাস দুই আগে শাকিব আর পূজা বিয়ে করেছেন বলেও শোনা যাচ্ছে।
মানবজমিন নামক একটি নিউজ পোর্টালে দাবি করা হয়েছে সেপ্টেম্বরের ২২ তারিখ বিয়ে হয়েছে শাকিব আর পূজার। বুবলীর সঙ্গে যখন শাকিব খানের সম্পর্কের অবনতি হতে থাকে ঠিক সে সময় পূজার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন শাকিব। ‘গলুই’ ছবির শুটিং করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। শাকিব খানের জন্যই নাকি আমেরিকার ভিসা পাওয়া সহজ হয়েছে পূজার।
মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমে এই নিয়ে একটা পোস্টও করেন পূজা। যাতে রয়েছে প্রচ্ছন্ন হুমকি। শাকিবের নাম না নিয়েই লেখেন লম্বা নোট। পূজা লিখেছেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই; যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’
এখানেই থেমে থাকেননি বাংলাদেশের এই নায়িকা। আরও যোগ করেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন। কোনো রকম সত্য মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’
এদিকে বুবলীকেও সম্প্রতি ডিভোর্স নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভপ্রকাশ করেছেন এই নায়িকা। মিডিয়াকে বলেছেন, ‘আট মাস আগে আমাদের বিচ্ছেদ হলে তখনই তো বিয়ে আর বাচ্চার ব্যাপারটা সামনে আনতাম। এতদিন অপেক্ষা করতাম কেন! জানি না, কে বা কারা আমার নামে এসব গুজব ছড়াচ্ছে।’
For all the latest entertainment News Click Here