বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ছুঁল শ্রীলঙ্কা
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টটি ১০ উইকেটে জিতে যায় শ্রীলঙ্কা।এর সঙ্গে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতল লঙ্কানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টটি ছিল অমীমাংসিত। এরপরে মিরপুরের টেস্ট জিতেই নতুন মাইলস্টোন ছুঁযে ফেলল দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা দল।
আসলে একটি দেশের মাটিতে টানা টেস্ট সিরিজ জয়ের যে রেকর্ড, সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ২০০৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে পাঁচটি টেস্ট সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। আর এই সবকটি সিরিজেই জয় পেয়েছে লঙ্কানরা। এর ফলে ক্রিকেট বিশ্বে নতুন রেকর্ড ছুঁল শ্রীলঙ্কা।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দখলে। ১৯০২ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা পাঁচটা সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। একই কীর্তি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজও। তারা ১৯৭৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে টানা পাঁচটা সিরিজ জিতেছিল। তবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া যা করতে পারেনি সেটাই করতে পারে শ্রীলঙ্কা। কারণ তারা পরের সিরিজে যদি টাইগারদের বাংলাদেশের মাটিতে হারাতে পারে তাহলেই ইতিহাস গড়ে ফেলবে শ্রীলঙ্কা।
এই ম্যাচে দুরন্ত পারফর্ম করে ম্যাচের সেরা হয়েছেন আসিথা ফার্নান্দো। ছয়টি উইকেট শিকার করে বাংলাদেশের ইনিংস শেষ করে দেন তিনি। শাকিব-লিটনের ফিফটির পরেও দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।শাকিবরা লিড পায় ২৮ রানের। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ রান। চতুর্থ দিনের পড়ন্ত বিকেলে যেই ফলাফলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ম্যাচের পরিণতিও হল তাই। ম্যাচ সহজ জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতল দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কাই।
For all the latest Sports News Click Here