বাংলাদেশের জায়গায় কানাডার প্লেয়ারদের ছবি পোস্ট, ভারত ম্যাচের সময় ট্রোলড হল ICC!
ভারত-বাংলাদেশ ম্যাচের খবর দিতে গিয়ে মারাত্মক ভুল করল আইসিসি। সম্ভবত বাংলাদেশের ক্রিকেটারদের ছবি পোস্ট করতে গিয়ে কানাডার খেলোয়াড়দের ছবি পোস্ট করে দেওয়া হল। তার জেরে চরমভাবে ট্রোলড হল আইসিসি।
বুধবার মীরপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ভারত। নেটিজেনরা দাবি করেন, আইসিসির টুইটার হ্যান্ডেলে ভারত-বাংলাদেশ ম্যাচের খবর পোস্ট করা হয়েছিল। টুইটে লেখা ছিল, ‘দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে কি সিরিজ পকেটে পুরতে পারবে বাংলাদেশ? মীরপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখানে লাইভ আপডেট দেখুন।’ সেইসঙ্গে ওই লাইভ ব্লগের লিঙ্ক পোস্ট করা হয়।
আরও পড়ুন: IND vs BAN: পুরনো ‘রোগ’, ব্যাটিংয়ের হাহাকার – কোন কোন কারণে বাংলাদেশে সিরিজ হারল ভারত?
তবে বিপত্তি ঘটে ছবিতে। নেটিজেনরা দাবি করেন, ওই পোস্টের সঙ্গে কানাডার খেলোয়াড়দের ছবি শেয়ার করা হয়। তা নিয়ে চূড়ান্ত ট্রোলড হয় আইসিসির সোশ্যাল মিডিয়া টিম। ছবিটি মুছে দেওয়া হলেও নেটিজেনরা ট্রোল করতে ছাড়েননি। একজন বলেন, ‘আইসিসি ডিডিটালের কেউ একজন আজ বাংলাদেশ-ভারত ম্যাচে কানাডার জয়ের সম্ভাবনা দেখছেন।’ এক নেটিজেন আবার বলেন, ‘এবার তো লম্বা তালিকা হয়ে যাচ্ছে। কিন্তু রোজ বিনোদনের কোনও অভাব রাখছে আইসিসি। গো কানাডা।’
অপর এক নেটিজেন বলেন, ‘আইসিসির জন্য আরও একটি ভয়ঙ্কর দিন। কারণ এবার ওরা বাংলাদেশের সঙ্গে কানাডাকে গুলিয়ে ফেলেছে। গতকাল ওরা মহিলা প্লেয়ার অফ দ্য মনথের মনোনীত খেলোয়াড়দের সঙ্গে পুরুষদের গুলিয়ে ফেলেছিল। নাকি কেউ একজন নোটিশ পিরিয়ডে আছেন?’ মহিলাদের প্লেয়ার অফ দ্য মনথের মনোনীতদের তালিকায় সব পুরুষ খেলোয়াড়দের নাম (আদিল রশিদ, জস বাটলার এবং শাহিন আফ্রিদি) লেখা ছিল।
For all the latest Sports News Click Here