বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তিতে বহু রদবদল,প্রথম বার শাকিবদের সঙ্গে জায়গা পেলেন মেহেদি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে দেশের চার তারকার সঙ্গে সব ধরনের ক্রিকেটের জন্য চুক্তি করেছে তারা। এই তালিকায় প্রথম বার যুক্ত হয়েছেন মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া সব ধরনের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে শাকিব আল হাসান, লিটন দাস এবং তাসকিন আহমেদকেও।
পারফরম্যান্সের নিরিখে বেছে নেওয়া হয়েছে ক্রিকেটারদের। পরিচিত মুখদের পাশাপাশি নতুন ক্রিকেটাররাও জায়গা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। এ বারের কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন চার নতুন মুখ। তাঁরা হলেন খালেদ আহমেদ, জাকির হাসান, মুসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ। কেন্দ্রীয় চুক্তিতে যেমন চার জন নতুন মুখ ঢুকেছে, তেমনই আবার চার জন বাদ পড়েছেন। তাঁরা হলেন শাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাইম শেখ এবং ইয়াসির আলি।
আরও পড়ুন: আইপিএলে ক্যাচ ধরার সেঞ্চুরি বিরাটের, নিরাপদ নয় সুরেশ রায়নার সর্বকালীন রেকর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৩ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির যে তালিকা প্রকাশ করেছে, তাতে ২১ জন ক্রিকেটার রয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন ২১জন ক্রিকেটার। প্রথম বার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক অলরাউন্ডারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়ে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্সের সুবাদে সব ধরনের ক্রিকেটের জন্য প্রথম বার চুক্তি করা হয়েছে মেহদি হাসানের সঙ্গে।
আরও পড়ুন: নাইট বোলারদের ছাতু করে রানের পাহাড়ে উঠল চেন্নাই, ইডেনে গড়ে ফেলল রেকর্ড
এ দিকে সব ধরনের ক্রিকেটের চুক্তি থেকে বাদ পড়লেন মুশফিকুর রহিম। তাঁর সঙ্গে চুক্তি করা হবে টেস্ট এবং এক দিনের ক্রিকেটের জন্য। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য চুক্তি করা হবে না তাঁর সঙ্গে। তামিম ইকবালের সঙ্গেও টেস্ট এবং এক দিনের ক্রিকেটের জন্য চুক্তি করা হবে। শুধু টেস্ট ক্রিকেটের জন্য চুক্তি করা হবে মোমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, এবং জাকির হাসানের সঙ্গে।
নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসানের সঙ্গে আবার টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য চুক্তি করা হবে। সাদা বলের দু’ধরনের ক্রিকেটের জন্য চুক্তি করা হচ্ছে আফিফ হোসেন, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গে। শুধু টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য চুক্তি হচ্ছে নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান এবং হাসান মাহমুদের সঙ্গে। শুধুমাত্র এক দিনের ক্রিকেটের জন্য চুক্তি করা হবে মাহমুদুল্লা রিয়াদের সঙ্গে।
For all the latest Sports News Click Here