বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের দলে জোশ লিটল, IPL-এ ৩ ম্যাচে পেসারকে পাবে না GT
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে এখনও ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে উঠতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস। আর এর মাঝেই টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বাড়ল তাদের আইরিশ পেসার জস লিটলকে নিয়ে। মে মাসেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ডের সফরে যাবে। সেই সিরিজেই আইরিশ দলে সুযোগ পেয়েছেন জস লিটল। ফলে আইপিএল-এর মাঝপথেই গুজরাটকে সাময়িকভাবে ছেড়ে যেতে হবে তাঁকে। ওই সময়ে তিনটি ম্যাচে তাঁকে খেলাতে পারবে না গুজরাট। যা কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে।
আরও পড়ুন… CSK vs SRH: এটা আমার কেরিয়ারের শেষ পর্যায়- SRH ম্যাচ জিতে অবসরের ইঙ্গিত দিলেন ধোনি
চেমসফোর্ডে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। আইরিশদের কাছে এই সিরিজ মরণ বাঁচনের সিরিজ। এই সিরিজে ৩-০ ফলে জিততেই হবে আয়ারল্যান্ডকে। না হলে তারা বছরের শেষে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে না। আর যদি তারা এই সিরিজ ৩-০ ফলে জিতে যায় তবে দক্ষিণ আফ্রিকাকে কোয়ালিফায়ার খেলে আসতে হবে মূলপর্বে। ফলে এই সিরিজের গুরুত্বের কথা মাথায় রেখে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। আর সেই দলেই ডাকা হয়েছে জস লিটলকে। এই মাসেই প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার নজির গড়েন জস লিটল।
আরও পড়ুন… Josh Little hattrick: কিউয়িদের বিরুদ্ধে হ্যাটট্রিক লিটলের, T20 বিশ্বকাপে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
৫ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে গুজরাট টাইটানস দল। এই ম্যাচ খেলার পরেই ভারত ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন জস লিটল। ফলে লখনউ সুপার জায়ান্টস, মু্ম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলা হবে না জস লিটলের। এই মুহূর্তে ক্রিকেট আয়ারল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার লিটল। এবারের আইপিএলে খেলে ৪ কোটি ৪০ লক্ষ টাকা উপার্জন করতে চলেছেন লিটল। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি জানিয়েছেন ক্রিকেট আয়ারল্যান্ডের হয়ে খেলে এই টাকা উপার্জন করতে লিটলের কমপক্ষে ৫-৭ বছর সময় লাগতে পারে। ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে সম্প্রতি তাঁকে বাংলাদেশ সফর এবং শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থেকে ছাড় দেওয়া হয়েছিল। যাতে করে তিনি আইপিএলে খেলতে পারেন। ৯ মে হবে প্রথম ওয়ানডে ম্যাচ। ১২ মে দ্বিতীয় এবং ১৫ মে হবে তৃতীয় ওয়ানডে ম্যাচ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here