বাংলাদেশকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন ভারত
শুভব্রত মুখার্জি: শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ দুই দল। ফাইনালে বাংলাদেশ দলকে সহজেই হারিয়ে দিল ভারত। সঙ্গে সঙ্গে জিতে নিল তাঁদের তৃতীয় টি-২০ বিশ্বকাপের ট্রফি। ১২০ রানের বিরাট ব্যবধানে জয় পেল ভারতীয় দল। শনিবাসরীয় বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে কোনও রকম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না টাইগাররা।
এদিন টসে জেতে ভারতীয় দল। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তাঁরা। ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন তাঁরা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭৭ রানের বিরাট স্কোর করতে সমর্থ হয় ভারতীয় দল। অধিনায়ক অজয় কুমার রেড্ডি এবং সুনীল রমেশ অনবদ্য ব্যাটিং করেন। দুজনেই হাঁকিয়েছেন শতরান। সুনীল রমেশ এদিন মাত্র ৬৩ বলে করেছেন ১৩৬ রান। একেবারে খুনে মেজাজে ব্যাটিং করেছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন দলনায়ক অজয় কুমার। তিনিও মাত্র ৫০ বলে করেছেন শতরান।
টুর্নামেন্টের ফাইনালে তৃতীয় উইকেট জুটিতে তাঁরা করেন ২৪৭ রান। যা দৃষ্টিহীনদের ক্রিকেটে এক নয়া নজির। এদিন প্রথমে সমস্যায় পড়ে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। মাত্র ২৯ রানে পড়ে গিয়েছিল তাঁদের ২টি উইকেট। ভারতের দেওয়া ২৭৮ রানের বিরাট জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৫৭ রান করতে সমর্থ হয় বাংলাদেশ দল। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান করে তাঁরা। ফলে ১২০ রানের বিরাট ব্যবধানে জয় পায় ভারতীয় দল।
ললিত মিনা এবং অজয় কুমার দুজনেই একটি করে উইকেট পেয়েছেন। উল্লেখ্য ২০১২ সালে ভারত প্রথমবার দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর তাঁরা ফের ২০১৭ সালে এই শিরোপা জেতে। আবার ২০২২ সালে এসে তাঁরা জিতে নিল তাঁদের তৃতীয় শিরোপা। উল্লেখ্য এবারের টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। পাকিস্তান দলকে প্রথমে ভিসা দিতে অস্বীকার করেছিল ভারত সরকার। পরবর্তীতে সেই সমস্যা মিটিয়ে শুরু হয় টুর্নামেন্ট। যার অন্তিমলগ্নে এসে একেবারে আনন্দের পরিসমাপ্তি ঘটল ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য।
For all the latest Sports News Click Here