‘বাঁ-হাতি স্পিনারদের মারের ভার ছিল’, সেমিতে খেলবেন পন্ত? ধোঁয়াশা রাখলেন দ্রাবিড়
ঋষভ পন্তের উপর আস্থা আছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পন্ত খেলবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।
রবিবার জিম্বাবোয়ে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে পন্তের বিষয়ে দ্রাবিড় বলেন, ‘বিষয়টা এমন নয় যে আমরা ঋষভের উপর থেকে কখনও আস্থা হারিয়ে ফেলেছিলাম। ১৫ জনের মধ্যে থেকে মাত্র ১১ জন খেলতে পারে। দলের কম্বিনেশন কী হবে, তার উপর নির্ভর করে যে কোন ১১ জন খেলবে। ভারতের বিশ্বকাপ দলে ওই ১৫ জনকে রাখা থেকেই বোঝা যাচ্ছে যে তাঁদের প্রত্যেকের উপর আমাদের আস্থা আছে।’
দ্রাবিড় আরও বলেন, ‘এটার অর্থ হল যে ওদের যে কোনও মাঠে নামানো হতে পারে। প্রথম একাদশে খেলানো হতে পারে। সেজন্যই এতজনের মধ্যে থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয়। সেটার অর্থ হল যে ওই ১৫ জনের পর অত্যন্ত ভরসা আছে। হ্যাঁ, শুধু ১১ জনকেই খেলানো যায়। কখনও কখনও কোনও খেলোয়াড়কে বাইরে রাখতে হয়।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজই প্রথম ম্যাচ খেলেছেন পন্ত। এতদিন দীনেশ কার্তিক খেলতেন। কেন তাঁকে খেলানো হয়েছে, তাও মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন দ্রাবিড়। তিনি জানান, এবার বিশ্বকাপে কোনও ম্যাচ খেলেননি পন্ত। তাই তাঁকে কিছুটা ম্যাচে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। যে পন্ত নেটে যথেষ্ট খাটছেন বলে জানিয়েছেন দ্রাবিড়।
আরও পড়ুন: Venkatesh Prasad on Pakistan: গেরুয়া ধরেই তো সেমিতে উঠল পাকিস্তান, রসিকতা বেঙ্কটেশ প্রসাদের, রাগলেন অনেকে
ভারতীয় দলের হেড কোচ বলেন, ‘ঋষভকে তো দীর্ঘক্ষণ নেটে ব্যাট করতে দেখেছেন। প্রচুর শট মারছে। কিপিংয়ের জন্যও অনুশীলন করছে। নিজেকে পুরোপুরি তৈরি রাখছে ঋষভ। আজ ওকে প্রথম একাদশে রাখার সুযোগ এসেছিল আমাদের কাছে। ওকে একটি ম্যাচ খেলানোর সুযোগ এসেছিল। আজ সেটা কাজে দেয়নি। কিন্তু সেটা নিয়ে আমি একেবারে উদ্বিগ্ন নই। ও ঠিক বিকল্প বেছে নিয়েছিল। বাঁ-হাতি স্পিনারদের আক্রমণ করার দায়িত্ব ছিল ওর।’
সেটাই যদি পন্তের দায়িত্ব হয়, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে আদৌও তিনি খেলবেন কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ ইংল্যান্ডের প্রথম একাদশে কোনও বাঁ-হাতি স্পিনার নেই। তবে পন্ত আদৌও খেলবেন কিনা, তা খোলসা করে বলেননি দ্রাবিড়।
আরও পড়ুন: India to face England in Semi Final: চার মাস আগেই ইংল্যান্ডে জয়-জয়কার, সেই বাটলারদের বিরুদ্ধে সেমিতে লড়াই ভারতের
ভারতীয় দলের হেড কোচ বলেন, ‘কখনও কখনও সেটা কাজে দেয়। কখনও কখনও কাজে দেয় না। আমরা একটি ম্যাচের ভিত্তিতে কোনও খেলোয়াড়কে বিচার করতে বসি না। কখনও কখনও বিপক্ষ দলের শক্তি-দুর্বলতা, বিপক্ষ দলের খেলোয়াড়ের বিরুদ্ধে কোনও খেলোয়াড়ের পরিসংখ্যান, কোন জায়গায় কোন খেলোয়াড়কে লাগবে, কোনও টুর্নামেন্টে পরবর্তীতে কী হবে, বিপক্ষের কীরকম বোলার আছে, তা বিচার করে কাউকে খেলিয়ে থাকি।’
For all the latest Sports News Click Here