বাঁ-চোখ একেবারে খুলতেই পারছেন না,অল্পের জন্য বড় ক্ষতির হাত থেকে বাঁচলেন উন্মুক্ত
ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি চোখে গুরুতর চোট পেয়েছেন। এই ছবি পোস্ট করে উন্মুক্ত লিখেছেন, একজন অ্যাথলিটের জন্য যাত্রা কখনও-ই সহজ নয়। এর পাশাপাশি তিনি সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন।
আরও পড়ুন: এই বছর MI-এর হয়ে বুমরাহ খেলেছেন ১৪ ম্যাচ, জাতীয় দলের হয়ে মাত্র ৫টি T20
উন্মুক্তের শেয়ার করা দু’টি ছবিতে দেখা যাচ্ছে, তাঁর বাম চোখে গুরুতর চোট রয়েছে। এই আঘাতের কারণে তিনি চোখই খুলতে পারছেন না এবং তাঁর চোখ যে নীল হয়ে রয়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তবে কী ভাবে চোট পেয়েছেন, সেটা স্পষ্ট করেননি উন্মুক্ত।
আরও পড়ুন: ৬ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত, দেখে নিন প্রস্তুতি ম্যাচ সহ ভারতের WC সূচি
এই দু’টি ছবি শেয়ার করে উন্মুক্ত লিখেছেন, ‘এটি একজন ক্রীড়াবিদের জন্য কখনও মসৃণ যাত্রা না। কিছু দিন আপনি বিজয়ী হয়ে বাড়ি ফিরবেন, অন্য দিনগুলিতে হতাশা থাকবে। এবং কিছু দিন ক্ষত-বিক্ষত হয়ে বাড়িতে ফিরতে হবে। একটি সম্ভাব্য বিপর্যয় থেকে বেঁচে ফেরার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কঠোর পরিশ্রম করে খেলুন। কিন্তু নিরাপদে থাকুন। এটা সূক্ষ্ম একটি রেখা।’
প্রসঙ্গত, উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারত ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জিতেছিল। ফাইনালে, এই খেলোয়াড় ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন, যার ভিত্তিতে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিততে সক্ষম হয়েছিল। উন্মুক্তকে ভারতের পরবর্তী তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু অনেক কিছুই তাঁর মতে ঘটেনি, যে কারণে তিনি নিজের সে ভাবে উঠে আসতেও পারেননি। সিনিয়র জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি।
২৮ বছরের তারকা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। এবং এর পর ক্রিকেট খেলতে আমেরিকা চলে যান। উন্মুক্ত চাঁদই বিবিএলে খেলা প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড়ও।
For all the latest Sports News Click Here