‘বাঁয়ে হাত কা খেল’, শূন্যে লাফিয়ে কঠিন ক্যাচ অতি সহজে ধরলেন ডি’কক- ভিডিয়ো
দেখে মনে হবে নিতান্ত সহজ। যদিও সহজ কাজ ছিল না মোটেও। আসলে কুইন্টন ডি’কক অত্যন্ত দক্ষতার সঙ্গে কঠিন কাজ অতি সহজে করে দেখান। উপ্পলে যশ ঠাকুরের বলে রাহুল ত্রিপাঠীর যে ক্যাচটি ধরেন কুইন্টন, তা দেখে আক্ষরিক অর্থেই মনে হবে যেন সেটা ছিল প্রোটিয়া তারকার ‘বাঁয়ে হাত কা খেল’।
হায়দরাবাদে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন আনমোলপ্রীত সিং। ইনিংসের তৃতীয় (২.১) ওভারে যুধবীর সিংয়ের নিয়ন্ত্রিত বাউন্সারে বল অভিষেকের ব্যাটের কানা ছুঁয়ে কুইন্টনের দস্তানায় জমা পড়ে। সানরাইজার্স ১৯ রানে ১ উইকেট হারানোর পরে ব্যাট হাতে ক্রিজে আসেন রাহুল ত্রিপাঠী।
আনমোলপ্রীতের সঙ্গে জুটি বেঁধে ত্রিপাঠী ৫ ওভারেই সানরাইজার্সকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান। তবে পাওয়ার প্লের শেষ ওভারে যশ ঠাকুরের বলে আউট হয়ে বসেন রাহুল। ৫.৪ ওভারে যশ ঠাকুরের শর্ট পিচড বলে শট নিতে যান ত্রিপাঠী। বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের মাথার অনেকটা উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তবে কুইন্টন ডি’কক যথা সময়ে লাফিয়ে বাঁ-হাতে বল দস্তানাবন্দি করেন।
গোলকিপাররা ঠিক যেভাবে লাফিয়ে এক হাতে বল ফিস্ট করে ক্রসবারের উপর পাঠিয়ে দেন, কার্যত সেভাবেই অনেকটা লাফিয়ে ক্যাচ ধরে নেন লখনউ সুপার জায়ান্টেসের প্রোটিয়া উইকেটকিপার। ফলে ৪টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২০ রান করে মাঠ ছাড়তে হয় ত্রিপাঠীকে।
কুইন্টন ডি’কক পরে ক্রুণাল পান্ডিয়ার বলে এডেন মার্করামকে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্প-আউট করেন। সুতরাং, ব্যাট হাতে নেওয়ার আগেই ম্যাচে ২টি দারুণ ক্যাচ ধরার পাশাপাশি একটি স্টাম্প-আউট করে লখনউয়ের পারফর্ম্যান্সে উল্লেখযোগ্য অবদান রাখেন ডি’কক।
আরও পড়ুন:- স্মিথ যেখানে ব্যর্থ, সেই পিচেই থামানো গেল না পূজারাকে, কাউন্টিতে তিন সেঞ্চুরির পরে ফের বড় রান চেতেশ্বরের ব্যাটে
কুইন্টন ডি’কক জাতীয় দলের হয়ে ব্যস্ত ছিলেন বলে আইপিএলের একেবারে শুরু থেকে লখনউ শিবিরে যোগ দিতে পারেননি। সেই সুযোগে কাইল মায়ের্স ওপেনে ও নিকোলাস পুরান কিপিংয়ে নিজেদের জায়গা পাকা করে নেন। ফলে প্রথম একাদশে জায়গা হচ্ছিল না কুইন্টনের। প্রথম ১০টি ম্যাচে ডি’কককে ছাড়াই মাঠে নামে লখনউ। তবে লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে শিকে ছেঁড়ে কুইন্টনের ভাগ্যে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন ডি’কক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here