বহু শতরান করেছেন কোহলি, এই সেঞ্চুরিটি কেন স্পেশাল, জানালেন ভারতের বোলিং কোচ
শুভব্রত মুখার্জি: নিজের ক্রিকেট কেরিয়ারের ৭৬তম আন্তর্জাতিক শতরানটি বিরাট কোহলি তুলে নিয়েছেন চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই। চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত বেশ ভালো ফর্মেই রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথম টেস্টে ডমিনিকাতে তিনি করেছিলেন ৭৬ রান।আর চলতি দ্বিতীয় টেস্টে পোর্ট অফ স্পেনে প্রথম ইনিংসে ভারতের হয়ে করেছেন ১২১ রান। তবে এই রান করতে তিনি নিয়েছেন ২০৬টি বল। সাধারণত আক্রমণাত্মক মেজাজেই খেলেন বিরাট। তবে পোর্ট অফ স্পেনে বেশ দেখেশুনে খেলতে দেখা গিয়েছে তাঁকে। এই ইনিংসে বিরাটের ব্যাটিং শৈলীর ভূয়সি প্রশংসা করেছেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর মতে এই ইনিংসে বিরাটকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। যেভাবে উইকেট কামড়ে পড়ে থেকেছেন তিনি, তা এককথায় অনবদ্য।
প্রসঙ্গত ৩৪ বছর বয়সী কোহলি তাঁর পাঁচ বছরের খরা কাটিয়েছেন। পাঁচ বছর ধরে টেস্টে বিদেশের মাটিতে শতরান পাননি তিনি। যে খরা তিনি কাটিয়ে ফেলেছেন পোর্ট অফ স্পেনের দ্বিতীয় টেস্টেই। নিজের টেস্ট কেরিয়ারের ২৯তম এবং আন্তর্জাতিক কেরিয়ারের ৭৬তম শতরানটি করে ফেলেছেন তিনি। ফলে ডন ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট শতরানের নজিরকে স্পর্শ করেছেন তিনি।
পাশাপাশি তাঁর শতরানে ভর করেই ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৩৮ রানের বিরাট স্কোর খাড়া করেছে। এছাড়াও রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল এবং রবিচন্দ্রন অশ্বিনও অর্ধশতরান করেছেন। ডমিনিকাতে প্রথম টেস্টে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছিল বিরাটের। সেই দুঃখ বা হতাশা তিনি দ্বিতীয় টেস্টে পোর্ট অফ স্পেনেই কাটিয়ে তুলেছেন।
আরও পড়ুন:- Emerging Asia cup 2023 Final: ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে হ্যারিসদের তাতালেন বাবর আজম, পেপটকে কাজ হবে?
সাংবাদিক সম্মেলনে ফিল্ডিং কোচ দিলীপ বলেন, ‘সব থেকে ভালো বিষয়টি হল বিরাটের শতরানটি এসেছে ওর কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে। ওর কেরিয়ারের এটা একটা বিরাট স্পেশাল দিন। গত টেস্ট ম্যাচের ভালো ফর্মকে ও এই টেস্টেও ধরে রেখেছে। যদি ওর ইনিংসের দিকে আমরা তাকাই তাহলে দেখব ও একেবারেই ঝুঁকিপূর্ণ ড্রাইভ শট বেশি মারতে যায়নি। ওকে বেশ কসরত করতে হয়েছে মাঠে।’
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: চালাকিতে বাজিমাত, ব্যাটার শট নেওয়ার আগে ফিল্ড পজিশন বদলে ক্যাচ ধরলেন রিয়ান পরাগ- ভিডিয়ো
ভারতের ফিল্ডিং কোচ আরও বলেন, ‘২২ গজে কঠিন লড়াই করতে হয়েছে ওকে ব্যাটিংয়ের সময়ে। ঠিক একইভাবে এই লড়াইটা ও কিন্তু প্রথম টেস্টেও করেছিল। যেভাবে উইকেট কামড়ে পড়েছিল তা অসাধারণ। ওর টেম্পারমেন্ট ছিল দেখার মতো। কিছু কিছু সময়ে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দারুণ বল করেছে। আক্রমণাত্মক বল করেছে। সেই সময়টায় কিন্তু বিরাট ওদেরকে সম্মান জানিয়েই খেলেছে। যেভাবে বিরাট নিজের ইনিংসকে গড়েছে, তা এককথায় অনবদ্য। এখানে বিরাটকে কৃতিত্ব দিতেই হবে। ওর ফিটনেসও খুব ভালো। ওঁর শৃঙ্খলা, নিজের খাওয়া দাওয়া এবং যেভাবে নিজের প্রতি ও যত্ন নেয়, সেই সবের ফল ও ২২ গজে নেমে পাচ্ছে।’
For all the latest Sports News Click Here