বহু অভিনেত্রী বিনামূল্য়েও ছবি করেন, আমিই একমাত্র অভিনেতাদের মতো পাই: কঙ্গনা
বলিউড থেকে হলিউড, অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক বিতর্ক বহু পুরনো। এনিয়ে বহুবার মুখ খুলেছেন বহু অভিনেত্রী। সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তিনি বলেছেন বলিউডে ৬০টি ছবিতে কাজ করে ফেলার পরও অভিনেতাদের পারিশ্রমিকের মাত্র ১০ শতাংশই তাঁকে দেওয়া হত। প্রিয়াঙ্কার সেই ভিডিয়ো ক্লিপ শেয়ার করে ইনস্টাস্টোরিতে নিজের মতামত তুলে ধরছেন কঙ্গনা রানাওয়াত।
ঠিক কী বলেছেন কঙ্গনা?
প্রিয়াঙ্কাকে সমর্থন করে কঙ্গনা লেখেন, ‘এটা খুব সত্যি কথা যে আমার আগে মহিলারা শুধু এই পুরুষতান্ত্রিক নিয়মের কাছে নতি স্বীকার করে এসেছেন… ইন্ডাস্ট্রিতে বেতনের সমতার জন্য আমিই প্রথম লড়াই করেছিলাম এবং সবচেয়ে ঘৃণ্য জিনিসের মুখোমুখি হয়েছিলাম। সেসময় আমাকেও বিনামূল্যে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তখন পারিশ্রমিকের বিষয়ে আমিই তখন উদ্যোগ নিয়ে কথা বলি… । আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বেশিরভাগ প্রথমসারির মহিলারা অন্যান্য সুবিধা পেলেও বিনামূল্যে ছবি করতে রাজি হয়েছেন, কারণ তাঁরা ভয় পেতেন যে ছবিটা বুঝি হাতছাড়া হয়ে যাবে। এখন আবার তাঁরাই দাবি করেন, যে তাঁরাই সবথেকে বেশি পারিশ্রমিক পান।
আরও পড়ুন-নীলিমার সঙ্গে বিচ্ছেদ, ছেলে ঈশান কেন বাবাকে নিয়ে এক্কেবারে চুপ? মুখ খুললেন রাজেশ খট্টর
![<p>ফ্যাশান-এ কাজের সময় প্রিয়াঙ্কা-কঙ্গনা</p> <p>ফ্যাশান-এ কাজের সময় প্রিয়াঙ্কা-কঙ্গনা</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/05/31/original/dwdw_63efc8155b43b_1685512137492.jpeg)
ফ্যাশান-এ কাজের সময় প্রিয়াঙ্কা-কঙ্গনা
প্রসঙ্গত, ২০০৮ সালে ফ্যাশান ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও প্রিয়াঙ্কা। যে ছবির জন্য এই দুই অভিনেত্রীকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়। বেশকিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া যখন বলিউডের রাজনীতি এবং একসময় তাঁকে কোণঠাসা করে দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন, তখনও তাঁর হয়ে সওয়াল করেছিলেন কঙ্গনা। প্রিয়াঙ্কা তাঁর কোণঠাসা হওয়া নিয়ে কারোর নাম না করলেও কঙ্গনাই প্রথম করণ জোহরের নাম ফাঁস করেন। যদিও প্রিয়াঙ্কা-করণের সম্পর্কের বিষয়টা বলিউডে বহুদিন ধরেই ‘ওপেন সিক্রেট’। কঙ্গনা বলেছিলেন, কেউ না বললেনও সকলেই জানেন করণই প্রিয়াঙ্কাকে একঘরে করেছিলেন, যেকারণে একসময় তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
For all the latest entertainment News Click Here