বহুদিন বাদে বড় রান, কী বললেন কেন উইলিয়ামসন
শুভব্রত মুখার্জি: চোটের সমস্যা কাটিয়ে ২২ গজে ফিরেছেন দীর্ঘদিন। তবে ব্যাট হাতে যেন আগের ফর্ম যেন কোথাও হারিয়ে গিয়েছিল তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে প্রথম টেস্টে ব্যাট হাতে অনবদ্য অপরাজিত দ্বিশতরান করেছেন তিনি। পাকিস্তান প্রথম ইনিংসে বড় স্কোর করা পরবর্তীতে কেন উইলিয়ামসনের ইনিংসে ভর করেই ম্যাচে লড়াইতে ফিরেছিল কিউয়িরা। আর সেই কারণেই ম্যাচ সেরার পুরস্কারও পেলেন তিনি। তাঁর মতে ওপেনিং পার্টনারশিপটাই ম্যাচের ছন্দ বেঁধে দিয়েছিল। খুব গুরুত্বপূর্ণ ছিল!
পুরস্কার নেওয়ার সময় তিনি জানিয়েছেন ‘ওপেনিং পার্টনারশিপটাই ম্যাচের ছন্দ বেঁধে দিয়েছিল। ম্যাচের তখনকার পরিস্থিতিতে সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদেরকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল এই ইনিংস। এরপর আমি নামি। পিচের গতির সঙ্গে পরিচিত হতে একটু সময় নিই। এরপর অনেক পার্টনারশিপ গড়তে পারাটা সত্যিই খুব ভালো লেগেছে।’
পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের স্পিনের বিরুদ্ধে তাঁদের প্রস্তুতি সম্বন্ধে বলতে গিয়ে তিনি জানিয়েছেন ‘ও একজন বিশ্বমানের বোলার। হাতে একাধিক অস্ত্র রয়েছে। করাচির উইকেটটা বেশ ভালো ছিল। ব্যাটিং সহায়ক ছিল। আমরা আমাদের পরিকল্পনাতেই স্থির থেকেছি। পরিকল্পনার বাস্তবায়নের চেষ্টা করেছি। পিচে কিছু কিছু জায়গায় ‘রাফ’ ছিল। যা সমস্যাতে ফেলেছিল ব্যাটারদের। টিমের (সাউদি) সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথন হয়েছে। ইমামকে কৃতিত্ব দিতেই হবে ভালো খেলার জন্য। বেশ পুরোনো দিনের ক্রিকেট যেন হয়েছে। বারবার তাড়াতাড়ি বদলেছে ম্যাচের ভাগ্য। আমরা এই জায়গাটা নিয়ে আরও কাজ করব।’
নিজের দ্বিশতরান নিয়ে কেন উইলিয়ামসন জানিয়েছেন ‘আমি এই বিষয়টি নিয়ে একেবারেই ভাবছি না। দলের হয়ে যোগদান করতে পারাটাই গুরুত্বপূর্ণ। খুব ভালো একটা পারফরম্যান্স আমরা করেছি। দলগতভাবেও বেশ ভালো পারফরম্যান্স হয়েছে।’ উল্লেখ্য করাচি টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৬১২ রান করে ডিক্লেয়ার করে দেয়। যার মধ্যে উল্লেখযোগ্য অবদান ছিল কেন উইলিয়ামসনের। তিনি ২০০ রান করে অপরাজিত থেকে যান। খেলেন ৩৯৫ বল। হাঁকান ২১টি চার এবং একটি ছয়। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ১১৩ রানের ইনিংস খেলেন টম ল্যাথাম। তিনি মাত্র ৯১ বলে করেন এই ১১৩ রান।
For all the latest Sports News Click Here