‘বসুন্ধরা’ এখন অতীত! দিন তিনেকের অপেক্ষা, ‘শ্রেয়সী’ হয়ে ফিরছেন অর্কজা
দিন তিনেকের অপেক্ষা। নতুন রূপে ছোট পর্দায় আসছেন অর্কজা আচার্য। সুবোধ ঘোষের গল্প অবলম্বনে তৈরি ‘শ্রেয়সী’ ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাবে তাঁকে।
হাতেখড়িতেই পেয়েছিলেন মুখ্য চরিত্র। এর পর ‘মিঠাই’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে। আবার ফিরছেন পুরনো স্থানে। অর্কজা অভিনীত চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। চাপ কি কিছুটা বেড়ে গেল? অভিনেত্রীর কথায়, ‘এই ধারাবাহিকে যাদের সঙ্গে কাজ করেছি,তাঁরা প্রত্যেকেই দারুণ অভিনেতা। চরিত্রগুলোও খুব সুন্দর করে লেখা হয়েছে। তাই আমার কোনও বাড়তি চাপ নেই। বরং অনেক ক্ষেত্রেই সুবিধা হয়েছে।’
পরপর দুই প্রথম সারির চ্যানেলে কাজ। তৃতীয় ধারাবাহিক আকাশ আটে। অর্কজা যদিও আগেই জানিয়েছিলেন, চ্যানেল নিয়ে তাঁর ছুৎমার্গ নেই। তবুও কি টিআরপি-র দৌড় ভাবাবে? বা প্রতিযোগিতায় টিকে থাকার চাপ? খানিক হেসে অভিনেত্রীর উত্তর, ‘টিআরপি অতি অবশ্যই আমাদের কাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু সেটা নিয়ে খুব বেশি ভাবি না। মন দিয়ে কাটা করি। এত সুন্দর একটি গল্প নিয়ে ধারাবাহিক। আশা করি মানুষের পছন্দ হবে।’
এখনও ‘বসুন্ধরা’কে দেখতে চায় ‘মিঠাই’ ভক্তরা। ধারাবাহিকে তাঁকে ফেরানোর অনুরোধ চোখে পড়ে ফ্যানপেজগুলিতে। অর্কজা যদিও বললেন, ‘এ বার তো রুদ্র-নীপার বিয়ে হতে চলল! তা ছাড়াও একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের পর হাতে খুব বেশি সময় থাকে না।’
আপাতত নতুন শুরুর জন্য প্রস্তুত অর্কজা। দিন গুনছেন তিনি। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাবে ‘জীবন সাথী’র সায়ন কর্মকারকে।
For all the latest entertainment News Click Here