বসন্ত ‘উপহার’ KKR-র, হারিয়ে যাওয়া জয়ের পর চুরি হওয়া ব্যাটও খুঁজে পেল সৌরভের DC!
এই মুহূর্তে পুরোদমে চলছে আইপিএল। দিল্লি ক্যাপিটালসও ইতিমধ্যেই ৬টি ম্যাচ খেলে ফেলেছে। এই ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই হারের মুখ দেখেছে দিল্লি। টানা ৫ ম্যাচ হারের পর বৃহস্পতিবারের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমে জয়ের মুখ দেখল তারা। তবে কেকেআরের বিরুদ্ধে অল্প রানের টার্গেট থাকলেও ম্যাচ জিততে বেগ পেতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে।
তবে নাইটদের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই সমস্যার মুখে পড়ে দিল্লি দল। কারণ সন্দেহজনক ভাবে ক্রিকেটারদের সরঞ্জাম চুরি যায়। যা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। অবশেষে দল জেতার পাশাপাশি স্বস্তি মিলেছে ওয়ার্নারের দলের। কারণ দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের দামি ব্যাট, প্যাড সহ বিভিন্ন চুরি যাওয়া সরঞ্জাম তারা ফিরে পেয়েছেন। দিল্লি পুলিশের হাতে চোরেরা ধরাও পড়েছে। এই খবর জানিয়েছে দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর ইনস্টাগ্রাম পেজে সমর্থকদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন তিনি
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, ‘আমরা দিল্লি পুলিশের সহায়তায় আমাদের হারিয়ে যাওয়া মূল্যবান ক্রিকেট সরঞ্জাম ফিরে পেয়েছি। এছাড়াও চোরকে পুলিশ ধরেছে। এইজন্য আমি দিল্লি পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে বেশ কিছু সরঞ্জাম আমরা এখনও খুঁজে পাইনি।’
চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলে যখন বেঙ্গালুরু থেকে দিল্লিতে ফিরছিলেন ক্রিকেটাররা তখনই তাদের সরঞ্জাম চুরি যায়। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি হয়ে যায়। এই জিনিসপত্রের মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬ লক্ষ টাকা।
বৃহস্পতিবার কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগে তারা যখন নিজেদের ঘরে প্রবেশ করেন, তখনই তারা বুঝতে পারে তাদের কিট ব্যাগে থাকা ব্যাট, প্যাড চুরি গিয়েছে। এই ঘটনার পর অনেকেই আশ্চর্য হয়ে যায়। দিল্লি শিবিরের এই চুরি হওয়ার পর প্রথমে লজিস্টিক ডিপার্টমেন্ট, এরপর পুলিশ এবং তারপরে বিমানবন্দরে কর্তৃপক্ষের নজরে আনা হয় বিষয়টিকে। এরপরই তারা দ্রুত তদন্ত শুরু করে। অবশেষে শুক্রবার সেই হারিয়ে যাওয়া সরঞ্জাম ফিরে পেয়েছেন ক্রিকেটাররা।
আগামী ২৪ এপ্রিল সোমবার দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই খুশির মেজাজ নিয়েই তারা উড়ে যাবে হায়দরাবাদে। তারা চেষ্টা করবে সেই ম্যাচেও নিজেদের জয়ের ধারা বজায় রাখতে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here