বল হাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েও সূর্যকুমার যাদবদের শট দেখে অবাক রিস টোপলে
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান ব্রিটিশ বোলার রিস টপলি। এদিন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। দুই দলের মধ্যে ট্রেন্টব্রিজে খেলা এই ম্যাচে কড়া প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাওয়া গিয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে ২১৬ রানের লক্ষ্য রাখে। জবাবে ভারতীয় দল সূর্যকুমার যাদবের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও মাত্র ১৯৮ রানই করে। এদিনের ম্যাচ ১৯ রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের এই জয়ে রিস টোপলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন… ‘আমার দেখা সেরা সেঞ্চুরি,’ সূর্যের শতরানে মুগ্ধ ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার
এই ম্যাচে ইংল্যান্ডের ২১৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারতীয় দল। মাত্র ৩১ রানে তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর সূর্যকুমার যাদব দলের হাল ধরেন। দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ ১৯ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান। তবে শেষ রক্ষা তিনি করতে পারেননি। এই ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন রিস টোপলে। প্রথমে তিনি ভারতীয় দলের দুই তারকা ওপেনার রোহিত শর্মা এবং ঋষভ পন্তকে আউট করেন। এরপরে তিনি শ্রেয়স আইয়ারকে আউট করেন। এই ম্যাচে নিজের চার ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিস টোপলে। যে কারণে তাকে ম্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কারও দেওয়া হয়।
আরও পড়ুন… ‘আমার দেখা সেরা সেঞ্চুরি,’ সূর্যের শতরানে মুগ্ধ ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার
ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে নিজের পরিকল্পনার ব্যাপারে খোলসা করেন টোপলে। তিনি ভারতীয় ব্যাটসম্যানদের প্রশংসাও করেন। টোপলের মতে ভারতীয় ব্যাটসম্যানদের কিছু শট দেখে তিনি অবাক হয়েছিলেন। ম্যাচের পর রিস টোপলে বলেন, ‘আজকের ম্যাচ দুর্দান্ত ছিল। আমি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়ে খুশি। নিজের গেম প্ল্যানের ব্যাপারে বলতে গেলে আমি প্রত্যেক বলকে ভিন্ন ভাবে করতে চেয়েছিলাম। আলাদা আলাদা ব্যাটসম্যানদের জন্য আলাদা আলাদা প্ল্যান থাকে, কারন কেউ সেট হয় কেউ হয় না। আমি শুধু রান আটকাতে চেয়েছিলাম বা উইকেট নিতে চেয়েছিলাম। আমরা দ্রুত উইকেট নিতে চাইছিলাম।’ টোপলে আরও বলেন, ‘ভারতের তরফে একটা অবিশ্বাসনীয় ইনিংস খেলা হয়েছে। আমি তাদের কিছু শট দেখে অবাক হয়ে গেছি। আমি সম্পূর্ণভাবে ফিট, গ্রীষ্মের জন্য আমি প্রস্তুত রয়েছি। আমায় এখনও অনেক কিছু করতে হবে।’
For all the latest Sports News Click Here