বল হাতে না লাগলেও আউট দেন তৃতীয় আম্পায়ার, ব্যাটারকে ডেকে ক্রিজে ফেরালেন শাকিব
আফগানিস্তানের ইনিংসের ১৭তম ওভারে বল করতে আসেন শাকিব আল হাসান। তৃতীয় বলে নাজিবুল্লাহ জর্ডন শট মারেন এবং সেই বল নন-স্ট্রাইকার এন্ডে গিয়ে স্টাম্পে লেগে যায়। সেই সময়ে ক্রিজের বাইরেই দাঁড়িয়েছিলেন রহমত শাহ। দেখে মনে হচ্ছিল, শাকিবের হাতে বল লেগে স্টাম্প ভেঙে গিয়েছে। তৃতীয় আম্পায়রও সে রকমটাই মনে করে আউট দিয়ে দেন রহমত শাহকে। কিন্তু তাঁকে ফের ক্রিজে ফিরিয়ে আনেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে এমন ঘটনাই ঘটেছে। কিন্তু শাকিব আল হাসান স্পোর্টসম্যান সুলভ মানসিকতা দেখান। তৃতীয় আম্পায়ার আউট দিলেও শাকিব সত্যিটা প্রকাশ করে তাঁর অ্যাপিল প্রত্যাহার করে নেন। রহমত শাহকে ফের ক্রিজে ফিরিয়ে আনেন তিনি।
আসলে শাকিব প্রথমে কিছুটা সন্দেহপ্রবণ ছিলেন, তাঁর হাতে আদৌ লেগেছে কিনা, উত্তেজনার চোটে সেটা সম্ভবত তিনি ঠিক মতো উপলব্ধিই করতে পারেননি। তাই দেখা যায়, অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে শাকিব নিজে বিষয়টি নিশ্চিত হন। তার পরেই অ্যাপিল প্রত্যাহার করে নেন তিনি।
যে সময়ে রহমত শাহকে ফিরিয়ে এনেছিলেন শাকিব, তখন তাঁর রান ছিল ৩৬। পরে আফগানিস্তানের তারকা ওপেনার ৫২ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন।
টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমেছিল। ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে তারা। লিটন দাস ১২৬ বলে ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। মুশফিকুর রহমান ৮৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। নাজিবুল্লাহ জর্ডন ৫৪ আর রহমত শাহ ৫২ রান করেন। কিন্তু ৮৮ রানে ম্যাচ হেরে যায় আফগানিস্তান।
For all the latest Sports News Click Here