বল হাতে আগুন ঝরালেন নরকিয়া, সেঞ্চুরিয়ন টেস্টে বড় রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়তে হলেও এখনই বড়সড় লিড রয়েছে প্রোটিয়াদের হাতে।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ৩১৪ রান তুলে। তার পর থেকে খেলা শুরু করে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৩৪২ রানে। মারকো জানসেন ২৩ রানে নট-আউট থাকেন।
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে এডেন মার্করাম ১১৫ ও ডিন এলগার ৭১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ প্রথম ইনিংসে ৮১ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে দেখায়নি ওয়েস্ট ইন্ডিজকে। তারা নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২১২ রানে অল-অউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৬২ রান করেন রেমন রেইফার। ১৪৩ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন।
আরও পড়ুন:- BAN vs ENG: টেস্টের মতো ঠুকঠুকে ব্যাটিং মুশফিকদের, ডেভিড মালান একাই হারিয়ে দিলেন বাংলাদেশকে
এছাড়া ক্রেগ ব্রাথওয়েট ১১, তেজনারায়ন চন্দ্রপল ২২, জার্মাইন ব্ল্যাকউড ৩৭, রোস্টন চেস ২২, কাইল মায়ের্স ১৮, জোশুয়া ডা’সিলভা ৪, আলজারি জোসেফ ৪, কেমার রোচ অপরাজিত ৪ ও শ্যানন গ্যাব্রিয়েল ৭ রান করেন। খাতা খুলতে পারেননি জেসন হোল্ডার।
দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া বল হাতে রীতিমতো আগুন ঝরান। তিনি ৩৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও জেরাল্ড কোয়েটজি। ১টি উইকেট নেন মারকো জানসেন।
আরও পড়ুন:- IND vs AUS: জাদেজার নো বল, অহেতুক DRS নষ্ট, ইন্দোর টেস্টের প্রথম দিনে কোন কোন ভুলের মাশুল দিতে হল রোহিতদের?
প্রথম ইনিংসের নিরিখে ১৩০ রানে এগিয়ে থাকে দক্ষিণ আফ্রিকা। তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে। ব্যক্তিগত ৩৫ রানে নট-আউট থাকেন এডেন মার্করাম। ডিন এলগার ১ ও কীগান পিটারসেন ৭ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি টনি ডি’জর্জি ও ক্যাপ্টেন তেম্বা বাভুমা। উল্লেখ্য, সদ্য টেস্ট ক্যাপ্টেন্সি হাতে বাভুমা প্রথম ইনিংসেও শূন্য রানে আউট হন। অর্থাৎ, দুই ইনিংসেই খাতা খুলতে পারেননি তিনি।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ২টি এবং কেমার রোচ ও জেসন হোল্ডার ১টি করে উইকেট দখল করেন। আপাতত দক্ষিণ আফ্রিকার হাতে লিড রয়েছে ১৭৯ রানের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here