বল হাতে অপ্রতিরোধ্য রশিদ, জিম্বাবোয়েকে হাসতে হাসতে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান
লো-স্কোরিং ম্যাচে ধীরে-সুস্থে জয় আফগানদের। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে ৪ উইকেটে পরাজিত করে আফগানিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ক্রেগ এরভাইনদের হোয়াইটওয়াশ করেন রশিদ খান-মহম্মদ নবিরা।
হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা ৪৪.৫ ওভারে মাত্র ১৩৫ রান তুলে অল-আউট হয়ে যায়। সিকন্দর রাজা দলের হয়ে সব থেকে বেশি ৩৮ রান সংগ্রহ করেন। এছাড়া ইনোসেন্ট কাইয়া ১৬, রেগিস চাকাবভা ১৫ ও রিয়ান ২১ রান করেন।
আরও পড়ুন:- ZIM vs AFG: আইপিএলের হ্যাংওভার এখনও কাটেনি রশিদের, জিম্বাবোয়ের বিরুদ্ধে মারকাটারি ব্যাটিং আফগান তারকার
রশিদ খান ৩১ রানে ৩টি উইকেট দখল করেন। ২১ রানে ২টি উইকেট নেন মহম্মদ নবি। ২৫ রানে ২টি উইকেট দখল করেন ফজলহক ফারুকি। ১টি করে উইকেট পকেটে পোরেন ফরিদ আহমেদ, মুজিব উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়। হাশমতউল্লাহ শাহিদি ৩৮ রান করেন। মহম্মদ নবি ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১৭ রান করেন রহমত শাহ। রশিদ খান ৬ রানে অপরাজিত থাকেন। ২টি উইকেট নেন চাতারা।
আরও পড়ুন:- IPL-এ একটিও ম্যাচে মাঠে নামায়নি KKR, বল হাতে আফগানিস্তানকে জিতিয়ে উপেক্ষার জবাব দিলেন মহম্মদ নবি
দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রশিদ খান। তিন ম্যাচে ১৯৮ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রহমত শাহ। উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬০ রানে জয় তুলে নেয় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে হোম টিমকে।
For all the latest Sports News Click Here