বল মাটিতে ঠেকেছে! ইউসুফ আউট হতে নেটপাড়ায় কাঁদুনি পাকিস্তানিদের, পালটা ভারতীয়দের
ওটা কি বৈধ ক্যাচ ছিল? রিয়ান পরাগ ক্যাচ নেওয়ার সময় বলটা কি মাটিতে ঠেকে গিয়েছিল? ওমের ইউসুফ কি আউট ছিলেন না? এমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ইনিংসের ২৮ তম ওভারের প্রথম বলের পর থেকেই সেই তিনটি প্রশ্ন উঠছে। পাকিস্তানি নেটিজেনদের দাবি, বলটা মাটিতে ঠেকে গিয়েছিল। সেজন্য খোদ রিয়ান পরাগও উচ্ছ্বাস প্রকাশ করেননি। অথচ তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দিলেন। কেউ-কেউ তো ভারত-বাংলাদেশের একদিনের সিরিজে আম্পায়ারের বিরুদ্ধে হরমনপ্রীত কৌর ক্ষোভ উগরে দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন। আবার অন্যদিকে ভারতীয় নেটিজেনরা দাবি করেছেন যে বলটা মাটিতে ঠেকেনি। বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্যামেরন গ্রিন যে ক্যাচ ধরেছিলেন, সেই বিতর্কিত ক্যাচের ছবি পোস্ট করে তাঁরা দাবি করেছেন, ওই ক্যাচের থেকে তো ইউসুফের আউটের ক্ষেত্রে বলটা অনেক ভালো জায়গায় ছিল।
(India A vs Pakistan A Emerging Asia Cup 2023 Final Live Updates: এমার্জিং এশিয়া কাপে ভারত এবং পকিস্তান ম্যাচের লাইভ আপডেট দেখুন)
ঘটনাটি ঠিক কী ঘটেছিল? রবিবার এমার্জিং এশিয়া কাপের ফাইনালে প্রথমে বোলিং করতে নামার পর ২৮ তম ওভারে রিয়ানের হাতে তুলে দেন ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক যশ ধুল। প্রথম বলেই ‘কট অ্যান্ড বোল্ড’-র সুযোগ পান রিয়ান। নিজের ডানদিকে ঝাঁপিয়ে পুরো ডাইভ দিয়ে বলটা ধরে নেন। ক্যাচটা বৈধ কিনা, তা জানতে তৃতীয় আম্পায়ারের সাহায্য চান অনফিল্ড আম্পায়ার।
আরও পড়ুন: Harmanpeet after IND vs BAN ODI: বাংলাদেশে জঘন্য আম্পায়ারিং, ভারতীয় হাইকমিশনারকে সম্মান দেওয়া হল না, ক্ষোভ হরমনের
তবে সেইসময় কোনওরকম উচ্ছ্বাস প্রকাশ করেননি রিয়ান। অনেকে ভেবেছিলেন যে সম্ভবত বলটা মাটিতে ঠেকে গিয়েছে বলে ভারতের তরুণ কোনওরকম উচ্ছ্বাস প্রকাশ করেননি। রিপ্লেতে দেখা যায়, বলটা যত রিয়ানের দিকে এগিয়ে আসছিল, তত নীচু হয়ে যাচ্ছিল। রিয়ান যে দু’হাত দিয়ে বলটা ধরতে পেরেছেন, তা যথেষ্ট প্রশংসনীয় ছিল। তবে বলটা মাটিতে ঠেকে গিয়েছিল কিনা, তা নিয়ে পুরোপুরি ধন্দ কাটেনি। তৃতীয় আম্পায়ার অবশ্য জানিয়ে দেন, বলটা বৈধভাবে তালুবন্দি করেছেন রিয়ান। আউট দিয়ে দেন তিনি।
সেই সিদ্ধান্তেই ক্ষোভপ্রকাশ করেছেন পাকিস্তানের নেটিজেনদের একাংশ। তেমনই এক নেটিজেন বলেন, ‘এখানে ওমের বিন ইউসুফকে আউট দেওয়া হয়েছে! এটা কীভাবে বৈধ ক্যাচ হতে পারে? ব্যাটারকে আউট বলে ঘোষণা করার জন্য কি পর্যাপ্ত প্রমাণ আছে? এমনকী রিয়ান পরাগও নিশ্চিত ছিলেন না। স্পষ্টতই বলটা ক্রমশ নীচের দিকে নেমে যাচ্ছিল। জানি না যে হরমনপ্রীত কৌর এটা নিয়ে কী বলবেন।’ উল্লেখ্য, শনিবার বাংলাদেশের বিরুদ্ধে আউট হওয়ার পর স্টাম্প ভেঙে দেন হরমন। আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে জঘন্য আম্পায়ারিং হয়েছে বলেও দাবি করেন ভারতীয় অধিনায়ক।
তবে পাকিস্তানি নেটিজেনদের একাংশের ওই দাবি নিয়ে বিশেষ পাত্তা দেননি ভারতীয় নেটিজেনরা। বরং তাঁরা দাবি করেছেন, ক্যাচটি বৈধ ছিল। আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে শুভমন গিলের যে ক্যাচটা ধরেছিলেন অস্ট্রেলিয়ার গ্রিন, সেটার ছবি পোস্ট করে অনেকে দাবি করেছেন, ওটা যদি আউট হতে পারে। তাহলে এটা তো চোখ বুজে আউট।
For all the latest Sports News Click Here